বাংলাদেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ফাইল ছবি

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারো বৃদ্ধি পেয়েছে এবং এটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯ মার্চ (বুধবার) থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার কথা জানিয়েছে। এর আগে, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, যা বর্তমানে ভেঙে নতুন উচ্চতায় উঠলো।

গত ১৭ মার্চ স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছিল, যখন এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল। এবার এই দফায় দাম আরও ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। দু’দফায় এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৮৩ টাকা বেড়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানোর পরও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে স্বর্ণ কেনার আগ্রহ কমতে পারে, তবে স্বর্ণের বাজারে এই উচ্চ দাম বজায় থাকলে আরো অনেকের জন্য সমস্যা হতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us