
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৯ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:৫৭ পূর্বাহ্ণ
বিশ্ব বাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বুধবার (১৯ মার্চ) স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনে দাম ছিল ৩ হাজার ৪৫ ডলারের বেশি। জানুয়ারির পর এটি ১৫তমবার স্বর্ণের দাম বাড়লো।
এদিন মার্কিন স্বর্ণের দামও আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬ ডলারে দাঁড়িয়েছে।
সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেছেন, বর্তমান গতি অনুযায়ী এক মাসের মধ্যে স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলারে পৌঁছাতে পারে।
এর আগে, শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি তিন হাজার ডলার ছুঁয়েছিল, যা একটি ঐতিহাসিক ঘটনা। বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় স্বর্ণের চাহিদা বেড়ে গেছে।
ট্রাম্পের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়নও ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে। রয়টার্স
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24