নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:২৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘরে হামলা-লুটতরাজের পর পুড়িয়ে দেয়ার ঘটনাবলি আলোকে ২৫ মার্চ মঙ্গলবার অপরাহ্নে ইউএস ক্যাপিটল হিলে এক শুনানি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারি প্রবাসীদের বক্তব্য শুনবেন এবং মতামত জানাবেন শিকাগো সিটি সংলগ্ন এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান রাজাকৃষ্ণ মূর্তি এবং মিশিগানের ডেট্রয়েট এলাকা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান শ্রীথানেদার-সহ বেশ কজন কংগ্রেসম্যান।
এ সময় চিন্ময় প্রভ’র নি:শর্ত মুক্তি দাবির প্রসঙ্গটিও থাকবে বলে এ শুনানীর নেপথ্য সংগঠকগণের পক্ষে নিউইয়র্কের ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ ২০ মার্চ এ সংবাদদাতাকে নিশ্চিত করেছেন। শুনানীর সময় ক্যাপিটল হিলে উপস্থিত থাকার জন্যে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া থেকে বাসের বহর যাবে ওয়াশিংটন ডিসিতে। এ জন্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড হিন্দু’জ সহ কয়েকটি সংগঠন।
Posted ৮:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24