বক্সিং কিংবদন্তি জর্জ ফরম্যান আর নেই

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২১ পূর্বাহ্ণ

বক্সিং কিংবদন্তি জর্জ ফরম্যান আর নেই

ফাইল ছবি

আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ের এক কিংবদন্তি নাম জর্জ ফরম্যান, যিনি মাত্র ১৯ বছর বয়সে মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মাধ্যমে বিশ্বব্যাপী নিজের পরিচিতি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে অসংখ্য কীর্তি গড়ে আন্তর্জাতিক বক্সিং হল অব ফেমে স্থান পেয়েছিলেন এই প্রখ্যাত বক্সার। তবে আজ, ২২ মার্চ, তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

ফোরম্যানের পরিবারের পক্ষ থেকে শনিবার (২২ মার্চ) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ফোরম্যানের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের হৃদয় আজ বিক্ষিপ্ত। গভীর শোকের সঙ্গে, আমরা আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফরম্যান সিনিয়রের প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ২০২৫ সালের ২১ মার্চ, তার প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়ে গেছেন।”

ফোরম্যানের পরিবার আরও জানায়, “তিনি ছিলেন একজন নিবেদিত যাজক, এক দয়ালু স্বামী, একজন প্রিয় বাবা, এবং এক গর্বিত দাদা ও প্রপিতামহ। তার জীবন ছিল অটুট বিশ্বাস, বিনয় এবং উদ্দেশ্যে পূর্ণ।”

পেশাদার বক্সার হিসেবে তার ক্যারিয়ার ছিল চমকপ্রদ। টানা ৩৭টি ম্যাচ জিতে তিনি হইচই ফেলে দেন। এরপর ১৯৬৮ সালের মেক্সিকো অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন। ১৯৭৩ সালে জ্যামাইকার কিংস্টনে অপরাজিত চ্যাম্পিয়ন জো ফ্রেজিয়ারকে হারিয়ে হেভিওয়েট চ্যাম্পিয়ন হন।

১৯৭৪ সালের ৩০ অক্টোবর, কঙ্গোর কিংসাসায় অনুষ্ঠিত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ নামক বিখ্যাত লড়াইয়ে মোহাম্মদ আলীর সাথে তার যুদ্ধ আজও বক্সিং ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই লড়াইটি বক্সিং প্রেমীদের কাছে চিরকাল অমর হয়ে থাকবে।

জর্জ ফরম্যান ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসের মার্শালে জন্মগ্রহণ করেন। আমেরিকার দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত এলাকায় তার মায়ের সঙ্গে বেড়ে ওঠেন তিনি, যেখানে ছিল তার ছয় ভাই-বোন।

পেশাদার বক্সিং ক্যারিয়ারে তিনি মোট ৭৬টি ম্যাচ জিতেছিলেন, যার মধ্যে ৬৮টি ছিল নকআউটে, যা মোহাম্মদ আলীর নকআউট সংখ্যার প্রায় দ্বিগুণ। জর্জ ফরম্যানের মৃত্যু বক্সিং দুনিয়ার এক অপূরণীয় ক্ষতি, তবে তার অবদান ও স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us