নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২২ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের রাজনীতির টালমাটাল অবস্থা প্রসঙ্গে নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। আর এমন আহবান উচ্চারিত হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কন্ঠেও। আমি তার আহবানের প্রতিধ্বনি ঘটিয়ে বলতে চাচ্ছি, সবার আগে পার্লামেন্ট নির্বাচন চাই। নির্বাচিত জাতীয় সংসদ কর্র্র্র্র্তৃক সংস্কারের চলমান প্রক্রিয়াকে অব্যাহত রাখাই জরুরী। অন্যথায় জুলাই-আগস্ট বিপ্লবের প্রত্যাশা মাঠে মারা যেতে পারে। স্মরণ করা যেতে পারে, ‘নাগরিকেরা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনস সংস্কারই টেকসই হয় না।’
বিএনপির এই নেতা ২১ মার্চ এ সংবাদদাতাকে আরো বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই। তাই যারা সংস্কারের ধোয়া তুলে নির্বাচন নিয়ে সময়ক্ষেপনের বাহানা করছেন তারা মূলত: স্বৈরাচারের দোসর বলে মনে হচ্ছে। নতুন কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটুক এটা বাংলার মানুষের মত প্রবাসীরাও চান না। আমি বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান রাখছি নতুন কোন পরিস্থিতি তৈরীর আগেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণার জন্যে। গিয়াস আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রুসহ বিভিন্ন দেশে অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসীদের ডেকে নিয়ে সত্যিকারের একটি ফোরাম গঠন করা উচিত যারা ন্যায়-নিষ্ঠভাবে পরামর্শ দিতে পারবেন বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24