
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৩ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪২ পূর্বাহ্ণ
আব্দুল কাদের মিয়ার ইফতার মাহফিলে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
রমজানের প্রথম দিন থেকেই সারা আমেরিকায় বাংলাদেশী মসজিদসমূহে মুসল্লীগণের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণের চলমান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সাথে ব্যক্তিগতভাবে বিরাট আকারে ইফতার পরিবেশনের কার্যক্রমও অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ২২ মার্চ শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে সর্ববৃহৎ ইফতার-মাহফিল অনুষ্ঠিত হলো কম্যুনিটিতে সমাজসেবক হিসেবে পরিচিত আব্দুল কাদের মিয়ার সৌজন্যে।
আব্দুল কাদের মিয়ার ইফতার মাহফিলে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
৫ শতাধিক রোজাদার বহু আইটেমের ইফতার গ্রহণের প্রাক্কালে মুসলিম সেন্টারের ইমাম ক্বারী রুহুল্লাহ্র নেতৃত্বে বিশেষ মোনাজাতে দেশ ও প্রবাসের সকলের মঙ্গল ও উত্তরোত্তর কল্যাণ কামনা করা হয়। মাহফিলে আগত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল মিয়া বলেন, আমি অভিভ’ত সর্বস্তরের রোজাদার অংশগ্রহণ করায়।
আব্দুল কাদের মিয়ার ইফতার মাহফিলের জন্যে খাবার প্রস্তুত করছেন বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
কাদের মিয়া বলেন, গত দুই দশক যাবত আমার নেতৃত্বাধীন ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে জন্মভ’মি সন্দ্বীপেও হাজার হাজার গরিব-দু:খীর মধ্যে ইফতার-সামগ্রি বিতরণ করা হচ্ছে। এবারও প্রতিদিনই শতাধিক গরিব রোজাদারের বাসায় ইফতারী পণ্যের প্যাকেট পৌছে দেয়া হচ্ছে। এই প্রবাসেও বিপদগ্রস্ত মানুষেরা কাদের মিয়া ফাউন্ডেশনের সহযোগিতা পাচ্ছেন।
ইফতার মাহফিলে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল কাদের মিয়া (সর্ববামে)। ছবি-এনওয়াইভয়েস২৪।
তিনি বলেন, দোয়া করবেন যেন জীবনের শেষদিন পর্যন্ত মহতি কাজকর্ম চালিয়ে যেতে পারি। মোনাজাতে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন হাজী আবুল হাসেম, হাজী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, কম্যুনিটি লিডার কামাল হোসেন মিঠু, লুৎফুল করিম, ফজলুল করিম, এম এ জলিল, আবুল বাশার ভ’ইয়া প্রমুখ।
ইফতার মাহফিলে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল কাদের মিয়া (সর্ববামে)। ছবি-এনওয়াইভয়েস২৪।
ইফতার মাহফিলে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনে সহায়তা করেন হাজী জাফরউল্লাহ, আবুল হাসান মহিউদ্দিন, আরিফুল ইসলাম আরিফ, এটিএম মাসুদ প্রমুখ। উল্লেখ্য, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, মিশিগান, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসে বাংলাদেশী ব্যবস্থাপনাধীন সকল মসজিদে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
Posted ৯:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24