মো. দিদার আবারো এসিএমইউএর ভাইস চেয়ার

সুব্রত চৌধুরী   প্রিন্ট
রবিবার, ২৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

মো. দিদার আবারো এসিএমইউএর ভাইস চেয়ার

ছবির ক্যাপশন-এসিএমইউএ

নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকান মো. দিদার আটলান্টিক সিটি মিউনিসিপ্যাল ইউটিলিটিজ অথরিটি (এসিএমইউএ)র ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত এসিএমইউএর পর্ষদ পুনর্গঠন সভায় তিনি এই পদে আবারো নির্বাচিত হন । উল্লেখ্য, প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে তিনি গত কয়েক বছর ধরে এই পদে আসীন রয়েছেন।

মো. দিদার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে নিরলসভাবে কমিউনিটি সেবায় নিয়োজিত আছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us