মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৬ পূর্বাহ্ণ

মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেছেন যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না।

রবিবার (২৩ মার্চ) চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে।’

তিনি আওয়ামী লীগকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন, ‘বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি।’

ব্যারিস্টার খোকন আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে কি থাকবে না।” তিনি জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলকে নির্বাচন না চাওয়ার জন্য অভিযুক্ত করে বলেন, “আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না।’

অনুষ্ঠানে পরে বিএনপির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গরিব জনগণের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us