
অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৪ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:১৫ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সারের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের মামলায় সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করা হয়। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। চলতি বছরের ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বাদী আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম।
মামলা সূত্রে জানা গেছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয় এবং তার বিপরীতে দুটি চেক ইস্যু করে। কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়, যার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংক নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠায়। ৩০ দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়।
এ ঘটনায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24