
আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
১৯৮৩ সালে বাংলাদেশ থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের মধ্যে উত্তর আমেরিকায় বসবাসরতরা সংগঠিত হয়েছেন ‘নর্থ আমেরিকা-৮৩’র ব্যানারে। ফেলে আসা শৈশব-যৌবনের স্মৃতিগুলো পড়ন্ত বয়সে আবারো জাগ্রত করার মধ্য দিয়ে প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত করাই ‘নর্থ আমেরিকা-৮৩’র মূল লক্ষ্য।
এছাড়া প্রিয়-পরিচিত জনের কল্যাণে সংঘবদ্ধভাবে কাজের অভিপ্রায়ও রয়েছে। এমনি একটি আকুতি নিয়ে ২৬ জুলাই নিউইয়র্ক সিটির কুইন্স বুলেভার্ডে অবস্থিত ‘আগ্রা প্যালেস’এ এক মিলনমেলার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ হিলসাইডে মেজ্জান রেস্টুরেন্টের পার্টি হলে এই সংগঠনের ইফতার মাহফিল থেকে মিলনমেলার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে ছিলেন ডা. জহির, ডা. আনিস, সাংবাদিক আনিসুর রহমান, শরিফ পাপ্পু, মঞ্জু, আতিকুর রহমান, শাহীন, লিপি, মায়া, ইঞ্জিনিয়ার বাদল, শফি, কৌশিক, মুসা, টুটুল প্রমুখ। টেক্সাস থেকে এসেছিলেন রূপালী ও রানা। নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট থেকেও এসেছিলেন কয়েকজন। সকলেই দিপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেছেন পরস্পরের সহযোগী হয়ে আর্ত-মানবতার কল্যাণে আত্মনিয়োগের।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24