নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৪৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে কম্যুনিটির এক সমাবেশে মূলধারার ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের সংস্কারের কাজটি সঠিকভাবে করার স্বার্থে প্রবাসের অভিজ্ঞতাসম্পন্নদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে বহুল প্রত্যাশিত সংস্কারের ব্যাপারটি কাগুজে সংস্কারেই বন্দি থাকবে। কারণ, যারা অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনার মধ্যে দিনাতিপাত করছেন তাদের কাছে মূল সমস্যা ধরা পড়বে না। গিয়াস আহমেদ বলেন, ঢাকা এয়ারপোর্টে অবতরণের পরই আমরা বুঝতে পারি কী ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা আর ঘুষ-দুর্নীতি চলছে। আর যারা দেশে থাকেন তাদের চোখে এসব তেমনভাবে ধরা পড়ে না।
গিয়াস আহমেদ বলেন, আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেবের প্রতি উদাত্ত আহবান রাখছি রাষ্ট্রের পক্ষ থেকে অভিজ্ঞতাসম্পন্ন প্রবাসীদের আমন্ত্রণ জানানোর জন্যে।

নূরল আজিমকে পাশে নিয়ে কম্যুনিটির সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেনিফার রাজকুমার। ছবি-এনওয়াইভয়েস২৪।
২৩ মার্চ ইফতারের প্রাক্কালে উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনের এ সমাবেশে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার বলেন, আমি হচ্ছি স্টেট পার্লামেন্টে প্রথম দক্ষিণ এশিয়ান নারী। আসন্ন নির্বাচনে আমি নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে লড়ছি। আমাকে বিজয়ী করে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের আরেকটি ইতিহাস রচনা করতে হবে। বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির দ্বিতীয় সর্বোচ্চ পদে আমাকে বিজয়ী করতে পারলে কম্যুনিটির উন্নয়ন-অভিযাত্রা আরো ত্বরান্বিত করতে সক্ষম হবো। ভারতীয় আমেরিকান জেনিফার বলেন, ইতিমধ্যেই আমি নিউইয়র্কের পাবলিক স্কুলে হালাল খাদ্য এবং নিউইয়র্ক সিটির মসজিদসমূহে মাইকে আজান প্রদানের বিশ পাশে সক্ষম হয়েছি। নিউইয়র্ক সিটির মত স্টেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঈদের দিন ছুটির চেষ্টা করছি।
অনুষ্ঠানে বক্তব্যকালে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, প্রিয় মাতৃভ’মিকে ভালবাসতে হবে, একে অন্যকে ভালবাসতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে আমেরিকান স্বপ্ন পূরণের পথ আরো সুগম হবে।

সমাবেশে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
এ সমাবেশের হোস্ট ছিলেন অ্যাম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট নুরুল আজিম। তিনি উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার দিগন্ত এভাবে প্রসারিত থাকলে সামনের দিনগুলোতে কম্যুনিটির এগিয়ে চলাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সমাবেশে আরো কথা বলেন স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক সিটি মেয়রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, জেবিবিএর সেক্রেটারি ফাহাদ সোলায়মান, হোমকেয়ার ও ইন্স্যুরেন্স ব্যবসায়ী শাহনেওয়াজ, কম্যুনিটি লিডার ফখরুল ইসলাম দেলোয়ার, নিউজার্সির মনমাউথ ইউনিভাসিটির ডীন ড. গোলাম মাতবর প্রমুখ।
ইফতারের আগে মাওলানা আবু জাফর বেগের নেতৃত্বে বিশেষ মোনাজাতে সকলের সুখ-সমৃদ্ধি এবং নুরুল আজিমের নেতৃত্বাধীন এই হোমকেয়ার এজেন্সির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24