
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৬ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:৩৮ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেয়া।’
এ সময় তিনি বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে বলেন, ‘নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।’
আগামী নির্বাচনে সব কিছুরই সমাধান হতে হবে জানিয়ে আমীর খসরু বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন, সেখানে বিভক্তির সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট রাখতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহসহ অন্যান্য নেতারা।
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24