অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে প্ল্যাটফর্ম হিসেবে চায় চীন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩৪ পূর্বাহ্ণ

অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে প্ল্যাটফর্ম হিসেবে চায় চীন

ছবি সংগৃহীত

বাংলাদেশকে অন্য দেশে চীনা পণ্য রপ্তানির একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় চীন। এ লক্ষ্যে, চীন বাংলাদেশের পণ্য উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে বলে জানিয়েছে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনা এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে তাদের ব্যাংক সহায়তা করবে, যাতে বাংলাদেশকে একটি রপ্তানি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়।

এক্সিম ব্যাংক, যা চীনা অর্থায়িত অবকাঠামো এবং জ্বালানি প্রকল্পগুলোর প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান, এবার বাংলাদেশে চীনা বেসরকারি শিল্প বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

চেন হুয়াইউ বলেন, ‘বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং মানবসম্পদ দেশটিকে চীন ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির জন্য একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত করতে পারে।’ এই মন্তব্যের পর, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শীর্ষ চীনা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানান এবং বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, চট্টগ্রাম অঞ্চলে একটি চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের কাজ চলছে এবং দেশের বড় আকারে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা কেবল দেশীয় অর্থনীতির জন্য নয়, বরং নেপাল, ভূটান এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের জন্যও সহায়ক হবে।

চেন হুয়াইউ আরো বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার বাজারের জন্য অত্যন্ত উপযুক্ত।’ তিনি চীনের বিপুলসংখ্যক কোম্পানির বৈশ্বিক বাজারে প্রবেশের বিষয়ে আলোচনা করেন এবং এক্সিম ব্যাংক বাংলাদেশে তাদের বিনিয়োগ ও উৎপাদন শিল্পের বিকাশে সহায়তা করার কথা জানান।

এসময়, বাংলাদেশের কর্মকর্তারা এক্সিম ব্যাংক থেকে দ্রুত অর্থায়ন ছাড় এবং নতুন অবকাঠামো প্রকল্পের জন্য সহায়তা চান। পাশাপাশি, প্রকল্প ব্যয় কমানোর জন্য ঋণ ফি কমানোর আহ্বান জানান। চেন হুয়াইউ বলেন, তারা প্রস্তাবগুলো যাচাই করে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিগগিরই বৈঠক করবেন, যাতে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হতে পারে।

চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশকে চীনা মুদ্রায় সহজ শর্তে আরও ঋণ নিতে পরামর্শ দিয়েছে।

এই সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us