
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:০৮ পূর্বাহ্ণ
বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স’র উদ্যোগে ২৬ মার্চ সন্ধ্যায় ইফতার পূর্ববর্তী এক সমাবেশে বক্তারা ডেমক্র্যাটদের কঠোর সমালোচনা করেছেন। তারা অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আমলে সিটিজেনদের প্রয়োজনকে গৌণ করে দেখা হয়েছে। অপরদিকে দক্ষিণের সীমান্ত খুলে দেয়া হয়েছিল বেআইনীভাবে বিদেশীদের ঢুকাতে। স্মরণকালে এমন নাজুক অবস্থা কখনোই ঘটেনি।
নাসির খান পলের সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে নিউইয়ক ষ্টেট সিনেটে প্রতিদ্বন্দ্বিতাকারি গিয়াস আহমেদ বলেন, আমাদের ট্যাক্সের টাকা ডেমোক্রেটিক পার্টির নেতারা অনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা লুটছে। ইয়ং জেনারেশনের অনেক আমেরিকান তা পছন্দ করেন না। তাছাড়া বর্ডার খুলে দেওয়াতে লক্ষ লক্ষ মানুষ অবাধে আমেরিকাতে ঢুকে পড়েছে। তাদের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। নেটো , জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে-যা অনেক ক্ষেত্রেই বুমেরাং হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তা বন্ধ করতে চাইছেন। গিয়াস বলেন, বাংলাদেশী আমেরিকান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের মানসম্মান বিদেশে সমুন্নত রাখতে। কিন্তু দুঃখের বিষয় হলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার- মিথ্যা তথ্য দিয়ে আমাদের মানসম্মান নষ্ট করছে। আজ স্বয়ং ভারতের বিরুদ্ধেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠছে। ভারতের ’র এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ষ্টেট ডিপার্টমেন্টের ধর্মীয় সংস্থা অভিযোগ উত্থাপন করেছে যে ’র কে যেন ব্যান করা হয়। গিয়াস আরো অভিযোগ করে বলেন, এই নিউজ কি ভারতীয় আমেরিকানদের জন্য সুখকর ?? অবশ্যই না। অথচ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কর্মস্থলে ও অফিস আদালতে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের এহেন অপপ্রচারে ক্ষতি হচ্ছে। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এই অনুষ্ঠানে ডেমোক্রেটিক দলের অন্যতম নেতা মোরশেদ আলমও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনিও ডেমোক্রেটিক দলের সমালোচনা করেন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ, আহসান হাবিব, সুব্রত তালুকদার, জসীমউদ্দিন প্রমুখ।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24