রেমিট্যান্সে ইতিহাস: মার্চে এসেছে ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৫ পূর্বাহ্ণ

রেমিট্যান্সে ইতিহাস: মার্চে এসেছে ৩ বিলিয়ন ডলার

ফাইল ছবি

ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং চলতি মাসের (মার্চ) প্রথম ২৬ দিনে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ রেকর্ড করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রবাসীরা প্রায় ৩ বিলিয়ন ডলার (২৯৫ কোটি ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা। প্রতিদিন গড়ে ১১.৩৪ কোটি ডলার বা ১৩৮৪ কোটি টাকা রেমিট্যান্স প্রবাহিত হচ্ছে। এর আগে দেশের ইতিহাসে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি।

গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল পূর্বের রেকর্ড। ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স প্রবাহিত হয়েছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের এক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের গতি বেড়েছে, পাশাপাশি হুন্ডি ও অর্থপাচার কমে গেছে। বর্তমানে ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম খোলাবাজারের মতোই পাওয়া যাচ্ছে, যা প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করছে। ঈদুল ফিতর উপলক্ষে এই প্রবাহ আরও বৃদ্ধি পেয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছে ১৮৪৯ কোটি ডলার, যা গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসের ১৪৯৪ কোটি ডলারের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি। গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সব মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে।

করোনাকালীন ২০২০ সালের জুলাইয়ে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা একটি রেকর্ড ছিল। তবে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে সেই রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড স্থাপন করা হয়।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us