
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৯ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:৫৫ পূর্বাহ্ণ
স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্ক অঞ্চলের সর্ববৃহৎ ‘বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ২৮ মার্চ সন্ধ্যায় জ্যামাইকায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের সমাবেশে সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, আসুন একে অন্যকে ভালোবাসি এবং পারস্পরিক সম্প্রীতির এই বন্ধনে প্রিয় মাতৃভ’মির সামগ্রিক কল্যাণে কাজ করি। এটাই হউক প্রতিটি প্রবাসীর একমাত্র চাওয়া। সেলিম এসময় আরো বলেন, এটাই হচ্ছে সময়ের দাবি এবং তার প্রতিফলন ঘটাতে হবে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে।
স্বাধীনতা দিবসের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান। ছবি-এনওয়াইভয়েস২৪।
ইকরা পার্টি সেন্টারের এই সমাবেশে ছিলেন বীর মুক্তিযোদ্ধা-সহ দলমত নির্বিশেষে সকল স্তরের প্রবাসীরা। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভিএনএস হেল্্থ’র পরিচালক সালেহ আহমেদ, কম্যুনিটি লিডার রাব্বি সৈয়দ, কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার এবং আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা ওসমান গনি, কম্যুনিটি লিডার মিসবাহ আহমেদ, সেন্টার ফর এনআরবি’র শেকিল চৌধুরী, এ সমাবেশের জন্যে গঠিত কমিটির আহবায়ক এবং বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম ভ’ইয়া রুমি, যুগ্ম সদস্য-সচিব আশ্রাব আলী খান লিটন প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনার পর ইফতার-মাহফিলে দোয়া পরিচালনা করেন জামিল আনসারী।
স্বাধীনতা দিবসের সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত প্রতিটি স্থানে ইফতার মাহফিল আয়োজনের অংশ হিসেবে এর আগে উডহ্যাভেন বুলেভার্ডে জয়া মিলনায়তন, ব্রুকলীনে রাধুনি রেস্টুরেন্ট এবং ব্রঙ্কসে একটি পার্টি হলে সম্পন্ন হয়েছে। সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সকলের সহযোগিতা চেয়েছেন নিউইয়র্ক ‘বাংলাদেশ ভবন’ প্রতিষ্ঠায়। একইসাথে ১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেডকেও সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতা চেয়েছেন। শুরুতে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য কামনাও করা হয় দোয়া-মোনাজাতে।
স্বাধীনতা দিবসের সমাবেশে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
এ আয়োজনের সমন্বয় এবং ব্যবস্থাপনায় সরব ছিলেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাগণের মধ্যে রিজু মোহাম্মদ, মফিজুল ইসলাম ভ’ইয়া রুমি, ডিউক খান, আকতার বাবুল, মোহাম্মদ হাসান জিলানী, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, হারুন অর রশীদ, মুনসুর আহমেদ প্রমুখ।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24