বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:০২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধীরা কার নির্দেশে গণপরিষদ চায়, প্রশ্ন রিজভীর

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালে নয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। তিনি প্রশ্ন করেছেন, ‘গণপরিষদ কেন চাইছে বৈষম্যবিরোধীরা? যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে। তবে ২০২৪ সালে যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারা কার নির্দেশে বা ইন্ধনে গণপরিষদ চায়, তা আমার প্রশ্ন।’

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের তামাইয়ে তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন রিজভী।

এসময় রিজভী আরও বলেন, ‘জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের বিচার আমাদেরও চাই। তবে সেই বিচার করতে কতো বছর লাগবে? এক থেকে দেড় বছরেই বিচার করা সম্ভব। কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।’

নির্বাচনের তারিখ নিয়ে চলমান টালবাহানা প্রসঙ্গে রিজভী বলেন, ‘কখনও ডিসেম্বর, কখনও জুন, কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।’

এদিনের অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us