
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৯ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:৪৮ পূর্বাহ্ণ
ইউবেকের ইফতার মাহফিল ও আলোচনা সভায় অতিথিসহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে ২২ মার্চ ইউএস-বাংলাদেশ এডভোকেসি কাউন্সিল (ইউবেক) এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম সেলিম। প্রধান বক্তা ছিলেন নিউজার্সীর মনমাউথ ইউনিভার্সিটির সোস্যাল ওয়ার্ক বিভাগের ডীন প্রফেসর ড. গোলাম এম মাতবর। বিশেষ অতিথি ছিলেন বিশ্বের সর্ববৃহৎ সংগঠন আইইইর সাবেক প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেকের প্রফেসর ড. সাইফুর রহমান, মেজর(অবঃ) রুহুল চৌধুরী, মেজর(অবঃ) মনঞ্জুরুল হক, ডাঃ মাকসুমুল হাকিম, ডঃ নজরুল ইসলাম, মেজর(অবঃ) সাফায়াত আহমেদ, সাবেক সচিব জমির আহমেদ, ডিসিইএর কো-অর্ডিনেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরন চৌধুরী, বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ম্যারিল্যান্ড ডেমোক্রেট নেতা হাসান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদ, আবাসন ব্যবসায়ী দিন খালেদ, আর্কিটেক্ট মুশফেক রহমান ও ইঞ্জিনিয়ার মিজান রহমান।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সাইবার সিকিউরিটি এনালিস্ট ও এডভাইজার ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির ও তত্তাবধানে ছিলেন এম্পায়ার হোম হেলথ সার্ভিসের স্বত্তাধিকারী স্যাম রিয়া।
দু পর্বের অনুষ্ঠানে প্রথমে দোয়া পরিচালনা করেন খুরশিদ সাব্বির। তারপর অতিথিদের জন্য নানা প্রকারের ইফতারের আয়োজন করে এম্পায়ার হোম হেলথ সার্ভিস এবং এর কর্ণধার স্যাম রিয়া ও তাবাস্সুম রহমান, সুরাইয়াস কিচেনের স্বত্তাধিকারী নাজনিন সাব্বির ও হাসান চৌধুরী।
দ্বিতীয় পর্বে সম-সাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সিনেটর সাদ্দাম সেলিম আগামী প্রজন্মকে বেশী বেশী স্থানীয় রাজনীতিতে অংশগ্রহনের আহবান জানান। এতে ইউএস-বাংলাদেশ এডভোকেসি কাউন্সিল বিশেষ ভুমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত পোষন করেন। সিনেটর সেলিম সাদ্দাম বলেন, বর্তমান বাংলাদেশের সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে মনে হয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টা ব্যাপক প্রচার হচ্ছে, শুনেছি এ বিষয়ে একটি কংগ্রেসনাল শুণানীরও প্রস্তুতি চলছে, অথচ আমি বিভিন্ন অথেনটিক মাধ্যম থেকে জানতে পেরেছি বর্তমান সময়ে হিন্দু ও অন্যন্য ধর্মীয় সম্প্রদায় খুবই ভালো আছে। তিনি এ বিষয়টি নিয়ে ডেমোক্রেটিক ফোরামে আলোচনা করবেন বলে জানান।
প্রধান বক্তা ডঃ গোলাম মাতবর বলেন, বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্বের যেকোন সরকারের চেয়ে ভাল অবস্থানে আছে। আমাদের দেশে কাউকে আমরা হিন্দু মুসলিম বলে বিভাজন করতে পারিনা। আমরা সবাই বাংলাদেশী। এখানে একক কোন ধর্মীয় সম্প্রদায়ের নাম নেওয়া মানে তাদের ছোট করা। তিনি এ সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, বর্তমানে ৪০ টাকায় পেয়াজ পাওয়া যায়। আগের সরকারের সহযোগিরা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। তিনি ইউএস-বাংলাদেশ এডভোকেসি কাউন্সিলকে যথার্থ এডভোকেসির মাধ্যমে সরকারের বিরুদ্ধে এসকল যড়যন্ত্রের জবাব প্রদানের আহ্বান জানান।
ডঃ সাইফুর রহমান বলেন, অতীত সরকারের অবৈধ কালো টাকার দৌরাত্ব এখনো কমেনি। এখানে বসে কিছু লোক বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে হবে। বর্তমান ইউনুস সরকার, গত সাত মাসে যা করেছে রাজনৈতিক সরকারগুলি ৭ বছরেও তা করতে সক্ষম হয়নি। কেবল জিনিসপত্রের দাম কমেনি, পূর্বের সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার তসরুপের পরেও রিজার্ভ ঠিক রাখা, বৈদেশিক ঋন হালনাগাদ করা, অর্থনীতির একটা ভারসাম্য আনয়ন সম্ভব হয়েছে। তিনি ইউএস- বাংলাদেশ এডভোকেসি কাউন্সিলকে বর্তমান সরকারকে সহায়তা প্রদানের আহবান জানান।
মেজর(অবঃ) রুহুল চৌধুরী বলেন, একটা গ্রুপ খালি নির্বাচন নির্বাচন করে গলা শুকিয়ে ফেলছে। পতীত ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে সেনাশাসন আসছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জঙ্গীবাদের উত্থান হচ্ছে ইত্যাদি বলে অপপ্রচার করছে। ইনশাআল্লাহ এসকল অপপ্রচারের বিরদ্ধে ঔক্যবদ্ধ ভাবে ইউবেক কাজ করবে।
মেজর(অবঃ) মনজুরুল হক বলেন, বর্তমান সরকারের ভালো কাজগুলি কেউ তুলে ধরেনা। তাছাড়া এ সরকারের মধ্যেও ভারতীয় দালালরা ঢুকে পড়েছে। তিনি ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলা করার আহবান জানান।
ডাঃ মাকসুমুল হাকিম বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কিছুতেই মেনে নেয়া হবেনা। পতিত স্বৈচারারের দোসরদের আমরা কঠোরভাবে মোকাবেলা করবো।
মেজর(অবঃ) সাফায়াত আহমেদ বলেন, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।
ছবির ক্যাপশন-ভার্জিনিয়া-এডভোকেসি
ইউবেকের ইফতার মাহফিল ও আলোচনা সভায় অতিথিসহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
====================
Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24