স্প্রিংফিল্ড মসজিদের ইমামকে বিশেষ সম্মানি প্রদান

আনিসুর রহমান   প্রিন্ট
শনিবার, ২৯ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৫২ পূর্বাহ্ণ

স্প্রিংফিল্ড মসজিদের ইমামকে বিশেষ সম্মানি প্রদান

হাফেজ মাওলানা মো. লোকমান আহমেদকে সম্মানী ভাতা প্রদান করছেন এসজিএমসির কর্মকর্তাগণ। ছবি-এনওয়াইভয়েস২৪।

খতম তারাবি-সহ ৩০ রমজানেই তারাবি নামাজে ইমামতি করায় কুইন্সের স্প্রিংফিল্ড গার্ডেন মুসলিম সেন্টার-মসজিদের পক্ষ থেকে বিশেষ সম্মানী ভাতা প্রদান করা হলো হাফেজ মাওলানা মো. লোকমান আহমেদ এবং হাফেজ আবু আহবাব-কে।

হাফেজ আবু আহবাব-কে সম্মানী ভাতা প্রদান করছেন এসজিএমসির কর্মকর্তাগণ। ছবি-এনওয়াইভয়েস২৪।

২৮ মার্চ সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে মসজিদ ভবনে এই অর্থ প্রদানের সময় পাশে ছিলেন মসজিদ কমিটির পক্ষে আবদুল খালেক, তুহিন চৌধুরী, সৈয়দ এসা, এম এন হক বকুল, আবু সুফিয়ান, লোকমান হোসেন, ফারুক লস্কর, কামরুল চৌধুরী, সাংবাদিক আনিসুর রহমান, মেজবাহ আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ। এ সময় আরো জানানো হয় যে, চাঁদ দেখা সাপেক্ষে রোববার অথবা সোমবার সকাল ৯টায় মসজিদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে স্থান সংকুলান না হলে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us