নিউইয়র্কে গণমাধ্যম কর্মীগণের সৌজন্যে

জাকির ফাউন্ডেশনের ইফতার মাহফিল

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ৩০ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:৪১ অপরাহ্ণ

জাকির ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রবাসের গণমাধ্যম কর্মীগনের সম্মানে ২৯ মার্চ নিউইয়র্কে এবারের সর্বশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ‘জাকির চৌধুরী ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট ও সিইও জাকির এইচ চৌধুরীর উদ্যোগে। এ সময় প্রদত্ত সংক্ষিপ্ত এক ব্ক্তব্যে প্রবাসের নিরব সমাজকর্মী, ব্যবসায়ী ও রাজনীতিক জাকির চৌধুরী বলেন, মানবতার কল্যাণ, গণতন্ত্রের উৎকর্ষ সাধন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিরন্তরভাবে কর্মরত সাংবাদিকগণের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। একইসাথে বহুজাতিক এই সমাজে প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে চলার পাথেয় হিসেবেও তারা কাজ করছেন।

সাংবাদিকগণের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন হোস্ট জাকির এইচ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জাকির চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪।

যুক্তরাষ্ট্র যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জাকির এইচ চৌধুরী আরো বলেন, রমজানের পবিত্রতা অটুট রাখতে নিজ নিজ অবস্থান থেকে আমরা যেন আর্ত-মানবতার সেবায় আরো অধিক মনোযোগী হতে পারি সেই উৎসাহ জোগাতেও গণমাধ্যমে ভ’মিকা অপরিসীম। আশা করছি আমরা হাতে হাত ধরে আমেরিকান স্বপ্ন পূরণের পথে আরো দ্রæতগতিতে এগুতে সক্ষম হবো।

কম্যুনিটি লিডার আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ডা. ওয়াজেদ এ খান এবং আবু তাহের, কম্যুনিটি লিডার আসেফ বারি টুটুল, জসীম ভ’ইয়া, আবু সাঈদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আবাসন ব্যবসায়ী নাঈম টুটুল এবং আশরাফ খোকন প্রমুখ। মাহফিলে অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী ছাড়াও ছিলেন বিএনপি, যুবদল, জাসাসের নেতৃস্থানীয়রা। উল্লেখ্য, এবারও নিউইয়র্ক অঞ্চলের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের উদ্যোগে দেড় শতাধিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে একমাত্র ‘জাকির চৌধুরী ফাউন্ডেশন’ই গণমাধ্যম কর্মীগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলো। গত ক’বছর থেকেই এই ফাউন্ডেশন সাংবাদিকগণের সম্মানে ইফতার-মাহফিলের আয়োজন করে কম্যুনিটির অনেকের দৃষ্টি কেড়েছে। জানা গেছে, নিউইয়র্কের মত নিজ এলাকা নোয়াখালীতেও বহুবছর থেকে এই ফাউন্ডেশন নিরবে আর্ত-মানবতার সেবা করে আসছে।

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us