ট্রাম্পের সমালোচনায় ভিসা বাতিল হলো নোবেল বিজয়ী স্যাঞ্চেজের

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:৩৩ পূর্বাহ্ণ

ট্রাম্পের সমালোচনায় ভিসা বাতিল হলো নোবেল বিজয়ী স্যাঞ্চেজের

ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কর্মকান্ডের সমালোচনার জন্যে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট এবং ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অস্কার আরিয়েস স্যাঞ্চেজের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কোস্টারিকার রাজধানী স্যান হোজে-তে এ সংবাদ সম্মেলনে অস্কার আরিয়েস স্যাঞ্চেজ এ তথ্য জানিয়ে বলেছেন, রোমান সাম্রাজ্যের ন্যায় আচরণ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গোটা বিশ্বের দেশগুলো কীভাবে চলবে, কী ধরনের প্রক্রিয়া অবলম্বন করবে তার নির্দেশ জারি করছেন ট্রাম্প। বিভিন্ন দেশকে জবর-দখলের হুমকি দিচ্ছেন। এমনকি নিজ দেশের সংবিধান লংঘন করার মত আচরণ করছেন অবিরতভাবে।
কী ধরনের ভিসা ছিল তা তিনি উল্লেখ করেননি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে মঙ্গলবার সকালে প্রেরিত ই-মেলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২২১(আই) ধারার উদ্ধৃতি দিয়ে ভিসা বাতিলের তথ্য জানানো হয়েছে। এই ধারায় পররাষ্ট্র মন্ত্রী এবং কন্স্যুলার কর্মকর্তাগণকে ক্ষমতা দেয়া আছে যে কোন বিদেশীর ভিসা বাতিল করার। উল্লেখ্য, সেন্ট্রাল আমেরিকার দেশ সমূহে গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর উকালতি করার জন্যে অস্কারকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আরো উল্লেখ্য, ১৯৮৬ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে কোস্টারিকার প্রেসিডেন্ট ছিলেন অস্কার। সে সময়ে তিনি দেশের শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহতকরণে নিরন্তরভাবে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে প্রবীন এই রাজনীতিক আরো বলেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বৈরাচারি কর্মকান্ডের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির ভিকটিম হতে হলো আমাকে। তবে আমার বাক-স্বাধীনতা হরণের অধিকার নেই ট্রাম্পের। এ ধরনের আচরণে আমাকে দমানো যাবে না। প্রেসিডেন্ট টাম্পের গৃহিত নানামুখী পদক্ষেপ, এমনকি ভিসা বাতিলের ঘটনায় এই প্রথম বিশেষভাবে সমাদৃত-নন্দিত একজন প্রবীন রাজনীতিকও ভিকটিম হলেন।
ছবির ক্যাপশন-অস্কার স্যাঞ্চেজ অস্কার আরিয়েস স্যাঞ্চেজ।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us