ঈদের ছুটি শেষে চেনা রূপে ঢাকা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

ঈদের ছুটি শেষে চেনা রূপে ঢাকা

ছবি সংগৃহীত

ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রবিবার থেকে খুলেছে সব অফিস-আদালত। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে গত দু-তিন দিন ধরেই কর্মস্থল রাজধানী ঢাকায় ফেরেন কর্মজীবীরা। গতকাল রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মস্থলে ফেরা মানুষের ব্যাপক চাপ ছিল।

আজও অনেকে বাড়ি থেকে এসে অফিস করছেন।

এদিকে কর্মচঞ্চল মানুষের পদচারণে চেনা রূপে ফিরেছে রাজধানী। আজ রবিবার সকাল থেকেই বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। টানা ৯ দিনের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামী মানুষের চাপ ছিল সব সড়কেই।

রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে যানজটের এই চিত্র দেখা যায়।

সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, সড়কে অফিসগামী লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর গণপরিবহনে ওঠার জন্য চাপ বাড়তে থাকে। যাত্রীতে ঠাসা ছিল বাসগুলো।

যাত্রীর তুলনায় সেই সময় গণপরিবহন তুলনামূলক কম ছিল। এরপর বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে যানবাহনের চাপ। এই ছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যস্ততার সাথে দায়িত্ব পালনের চিত্রও দেখা যায়।

এদিকে দীর্ঘ ছুটির পর অফিস-আদালত শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন, ঈদের ছুটিতে সড়কে তেমন যাত্রী ছিল না।

বাস নিয়ে খালি রাস্তায় ঘুরতে হয়েছে। এখন অফিস-আদালত খুলেছে, যাত্রীর চাপ বাড়বে। আয়-রোজগার ভালো হবে।

 

Facebook Comments Box

Posted ৮:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us