ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০৮ পূর্বাহ্ণ

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্রিকেটার সাকিব আল হাসান এর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

রবিবার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে তার অবস্থান তুলে ধরেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের আশঙ্কা, সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন।” অনুসন্ধান বিষয়ে তিনি আরও বলেন, “এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য জানা যাবে।”

সাকিব আল হাসান ২০১৮ সালে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। সেই সময় তিনি দুদকের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, এর মধ্যে ছিল হটলাইন-১০৬ উদ্বোধন। তবে ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হয়নি।

গত বছরের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমী সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলে দুদকে আবেদন করেন। তার বিরুদ্ধে অভিযোগে রয়েছে শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা, সোনা চোরাচালানে সম্পৃক্ততা, কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার মতো গুরুতর অভিযোগ।

এছাড়া, গত বছরের ৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায়।

এদিকে, গত বছরের ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিব আল হাসানসহ আরও অনেককে আসামি করা হয়। হত্যা মামলায় আসামি হওয়ায় সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় এবং তার দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us