
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:১০ পূর্বাহ্ণ
নিউইয়র্কে জালালাবাদ ভবন কেনা নিয়ে প্রতারণা ও ধাপ্পাবাজির ঘটনায় জালালাবাদ এসোসিয়েশনের মধ্যেকার বিভক্তির অবসানের চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। ৬ এপ্রিল রোববার এসোসিয়েশনের সাধারণ সভাতেও অনেক বক্তা অনৈক্য কাটিয়ে উঠার আকুলতা ব্যক্ত করেছেন। প্রবাসে বৃহৎ এ সংগঠনের ঐক্য জরুরী বলেও অনেকে মন্তব্য করেছেন। তারই আলোকে ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় এ সংবাদাতার কথা হয় জালালাবাদের অবিসম্বাদিত নেতা এবং যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে।
স্বল্পভাষী সেলিম বললেন, জালালাবাদের মুরুব্বীগণকে নিয়ে চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই উভয় পক্ষের কথা জেনেছি। আরো যোগাযোগ হচ্ছে সন্তোষজনক একটি পর্যায়ে উপনীত হতে পারলেই আনুষ্ঠানিক বৈঠকে বসবো। তবে আশার কথা হচ্ছে, সকলেই চাচ্ছেন অনৈক্য ঘুচে যাক।
আতাউর রহমান সেলিম। ছবি-এনওয়াইভয়েস২৪।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের ভবন কেনার সময় সে সময়ের কোষাধ্যক্ষ এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শঠতার আশ্রয় নেন। এসোসিয়েশনের তহবিল দিয়ে ক্রয় করা ভবনের দলিল সম্পাদন করা হয় বিশেষ মতলবে ‘ভ’ইফোর’ একটি এসোসিয়েশনের নামে। আর এমন প্রতারণাকে ধামাচাপা দিতে ক্রয়কৃত বাড়ির সামনে ‘জালালাবাদ ভবন’র সাইন লাগানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা ফাঁস হয়ে পড়লেও জ্ঞানপাপী শ্রেণীর কিছু লোককে হাত করেন সেই মইনুল। জালালাবাদ এসোসিয়েশনে বিভক্তির রেখা বিস্তৃত করতেও তারা দ্বিধা করেননি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে টানাপোড়েনে প্রকারান্তরে জালালাবাদের ঐতিহ্য বিপন্ন হতে চলেছে। প্রতারণার ঘটনাটি গড়েছে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী অফিসেও। তারা নিজস্ব উদ্যোগে তদন্ত চালাচ্ছেন। সুপ্রিম কোর্টেও দায়ের করা হয়েছে পৃথক একটি মামলা। সবকিছু মিলিয়ে নিউইয়র্ক তথ্য উত্তর আমেরিকায় প্রাচিনতম এই এসোসিয়েশনের ব্যাপারে জনমনে বিরুপ ধারণা তৈরী হওয়ায় সকলেই এমন পরিস্থিতির শান্তিপূর্ণ অবসান চাচ্ছেন। আর সেই প্রত্যাশার অবলম্বন হিসেবেই সামনে এসেছেন আতাউর রহমান সেলিম। সংগঠনের তহবিল দিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করা কথিত সংগঠনের মালিকানাধীন ভবনটি আখেরে কার অধীনে ন্যস্ত হবে-সেটি ভাবনার বিষয়। অভিজ্ঞজনেরা মনে করছেন ভবনটি মইনুল ইসলাম বিক্রি করে সমুদয় অর্থ জালালাবাদ এসোসিয়েশনের একাউন্টে জমা দিলেই শান্তিপূর্ণ সমাধানের পথ সুগম হতে পারে।
Posted ৮:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24