শমী কায়সার আবারও নতুন মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৫ পূর্বাহ্ণ

শমী কায়সার আবারও নতুন মামলায় গ্রেফতার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সকাল ৯টায় তাকে সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। সকাল সোয়া ১০টায় তাকে আদালতে হাজির করা হয়। আদালতে কাঠগড়ায় থাকা অবস্থায় ভোলার এমপি জ্যাকবের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন তিনি। পরে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সাদিকুজ্জামান। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।

এর আগে ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরের দিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠায় আদালত।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) আন্দোলনে অংশ নেন। এদিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিলটি উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি তার বাম কাঁধে লাগলে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।

পরে গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা ভুক্তভোগী জুবায়ের হাসান ইউসুফ। এই মামলায় শমী কায়সার সন্দিগ্ধ আসামি।

এর আগে, পরে গত ৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান শমী কায়সার। সেই আবেদনের শুনানি নিয়ে তাকে ৩ মাসের জন্য জামিন দেন হাইকোর্ট। পরে ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেন।

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us