থাইল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৩৮ পূর্বাহ্ণ

থাইল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ গড়েছে তারা। এটাই বাংলাদেশের নারী দলের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, ১৭৮ রানের ব্যবধানে জিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে জ্যোতির দল।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮০ বলে ১০১ রানের ঝকঝকে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক নিগার। তার সঙ্গে ওপেনার শারমিন আখতার গড়েন ১৫২ রানের জুটি, যা বাংলাদেশের নারী দলের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড। এর আগে সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের—ফারজানা হক ও শারমিন আখতারের।

নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২৭১ রান। থাইল্যান্ডের বিপক্ষে আগে বাংলাদেশের সর্বোচ্চ জয় ছিল ১৫৪ রানে, এবার সেটাও ছাড়িয়ে গেল।

জবাবে ব্যাট করতে নেমে থাইল্যান্ড নারী দল অলআউট হয়ে যায় মাত্র ৯৩ রানে। দলের হয়ে জান্নাতুল ফেরদৌস মাত্র ৫ ওভারে ৩ মেডেন দিয়ে ৭ রানে ৫ উইকেট নেন। ফাহিমা খাতুন ৮.৫ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। দুই বোলারই সমান ভাগে ভাগ করে নেন প্রতিপক্ষের সবকটি উইকেট।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন চানিদা সুত্তিউয়ারাং, আর অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ১৫ রান। বাকি কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এই জয়ে বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে তারা এগিয়ে গেল আরও এক ধাপ। দলের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা আগামীর জন্য অপেক্ষায় আরও বড় সাফল্যের আশায়।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us