
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:০৩ পূর্বাহ্ণ
নিহত রামিসা। ছবি-সংগ্রহ।
নিউজার্সির বার্লিংটন কাউন্টিতে ইন্টারস্টেট-২৯৫ মহাসড়কে রোববার রাত সোয়া ১০টায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শরফু উদ্দিন (৩৬) এক প্রবাসী এবং তার ৮ বছর বয়েসী কন্যা রামিসার মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন শরফু উদ্দিনের ২৬ বছর বয়েসী স্ত্রী। নিউজার্সির পুলিশের মুখপাত্র জেফরী লেবরণ প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে আরো জানান, শরফু ‘হিউন্ডাই টাকসন’ গাড়ি চালাচ্ছিলেন এবং তার স্ত্রী ও কন্যা প্যাসেঞ্জারের আসনে ছিলেন। নিউজার্সির এলিজাবেথ সিটির এই পরিবার যাচ্ছিলেন পেনসিলভেনিয়ার দেলওয়ারে স্টেটে। তাদের দেশের বাড়ি ফেনীর ফরহাদ নগরে। বুধবার ৯ এপ্রিল নিউজার্সিতে মেয়ে এবং বাবাকে একই কবরে পাশাপাশি কফিনে দাফন করা হয়েছে শোকার্ত মুসল্লীগণের অংশগ্রহণে জানাযা অনুষ্ঠিত হবার পর। হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন রামিসার মা।
নিহত শরফু উদ্দিন। ছবি-সংগ্রহ।
পুলিশ আরো জানিয়েছে, দুর্ঘটনার সূত্রপাত হয় একই মহাসড়কে একই পথে ধাবিত হবার সময় হিউন্ডাই সান্তা ফে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশের গার্ডরেইলে প্রচন্ড বেগে ধাক্কা খেয়ে পুনরায় তা মহাসড়কে উঠে এবং এ সময়ই শরফু উদ্দিনের গাড়িতে সজোড়ে ধাক্কা দেয় এবং এক পর্যায়ে উভয় গাড়িই রাস্তার পাশের বেশ কটি গাছের সাথে ধাক্কা খায় এবং দুর্ঘটনায় পতিত হয়। সান্তা ফে চালাচ্ছিলেন ২৯ বছর বয়েসী এক মহিলা এবং তিনি বাস করেন ফ্লোরিডায়। তাকে গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের অবস্থা সংকটাপন্ন বলে ৯ এপ্রিল প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনো কোন বক্তব্য দেয়নি।
জানা গেছে, ফেণীর খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশের পর ২০০৭ সালে ফেনী সরকারী কলেজ থেকে এইচএসসি করেন শরফু উদ্দিন। এরপর অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েছিলেন নিউজার্সিতে। সেখানকার নিউয়ার্ক সিটিতে ফাস্টফুডের দোকান ‘পাপাইয়া’র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন শরফু উদ্দিন। শিশু কন্যাসহ মিষ্টভাষী শরফুৃ উদ্দিনের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা কম্যুনিটিতে।
Posted ৮:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24