
আনিসুর রহমান
প্রিন্ট
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ
নির্বাচিত সদস্যগণ। ছবি-এনওয়্ইাভয়েস২৪।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্প্রিংফিল্ড গার্ডেন মুসলিম সেন্টার জামে মসজিদের পরিচালনা পর্ষদের নির্বাচন ১২ এপ্রিল সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নূরুল আলম মোঃ ঈশা, কমিশনার মোঃ মিজানুর রহমান এবং মোঃ রহুল আমিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে কার্যকরী কমিটির সকল সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
শপথ গ্রহণ করেন নির্বাচিতরা। সামনে নির্বাচন কমিশনের সদস্যগণ। ছবি-এনওয়্ইাভয়েস২৪।
এরা হলেন মো. আবদুল খালেক, মো এইচ তালুকদার, মো এস আবেদীন, মো এন হক বকুল, মো আবু সুফিয়ান, মো লোকমান হোসেন, মো ফারুকুল ইসলাম, মো তুহিন চৌধুরী, মো নজরুল ইসলাম, মো ফারুক লস্কর, শেখ শামীম আহমেদ, মো কামরুল চৌধুরী এবং মোহাম্মদ ফারহান। এই ১৩ জন বৈঠক করে সাংগঠনিক রীতি অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ পূর্ণাঙ্গ কমিটি তৈরী করবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24