
বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
সিটিজেনশিপের ইন্টারভিউ দিতে গিয়ে সোমবার গ্রেফতার হলেন কলম্বিয়া ইউনিভার্সিটির আরেক ছাত্রনেতা মোহসিন মাধবি। ফিলিস্তিনি এই শিক্ষার্থী গত ১০ বছর যাবত যুক্তরাষ্ট্রে বাস করছেন গ্রীণকার্ড নিয়ে। বিদ্যমান রীতি অনুযায়ী ইউএস সিটিজেন হবার আবেদন করেছিলেন। কিন্তু গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেয়ার অপরাধে মাহমুদ খলিল-সহ আরো চারজনের মত মোহসিনকেও ইমিগ্রেশনের পুলিশ কর্তৃক গ্রেফতার হতে হলো। উল্লেখ্য, ভারমন্ট স্টেটের বাসিন্দা হিসেবে মোহসিন সেখানেই ইন্টারভিউয়ের এপয়েন্টমেন্ট পেয়েছিলেন।।
এটর্নীর সহায়তায় তার মা এবং বোন অবশেষে খোঁজ পেয়েছেন যে তার গ্রীণকার্ড কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। তবে ভারমন্টের ফেডারেল বিচারপতি উইলিয়াম কে সেশন্স থার্ড তাৎক্ষণিক এক নির্দেশে মোহসিনকে ভারমন্ট থেকে বহিষ্কারের প্রক্রিয়া থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। মোহসিনের এটর্নী রূনা দ্রুবি গণমাধ্যমে বলেছেন, মাননীয় আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত ভারমন্ট স্টেটের সীমানার বাইরে নেয়া সম্ভব হবে না মোহসিনকে। কলম্বিয়া ইউনিভার্সিটির বৌদ্ধ ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট মোহসিনের জন্ম ফিলিস্তিনের পশ্চিম তীরে এবং সেখানেই বেড়ে উঠেছেন। ২০১৪ সালে রিফ্যুজি হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন। আসছে জুনে তিনি দর্শনে গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স করার পরিকল্পনা ছিল।
মাধবির গ্রেফতারের নিন্দা এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন ভারমন্ট স্টেটের দুই ইউএস সিনেটর পিটার ওয়েলস (ডেমক্র্যাট) এবং বার্ণি স্যান্ডার্স (স্বতন্ত্র)। মানবিক ইস্যুতে শিক্ষার্থীগণের শান্তিপূর্ণ সভা-সমাবেশের মৌলিক অধিকার হরণের এমন প্রক্রিয়ায় ডুকরে কাঁদছে যুক্তরাষ্ট্রের সংবিধান-এমন মন্তব্য করেছেন কলম্বিয়ার সাধারণ শিক্ষার্থীরা।
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24