নিরবতা ভাঙলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৬ পূর্বাহ্ণ

নিরবতা ভাঙলেন বাইডেন

শিকাগোর সমাবেশে জো বাইডেন। ছবি-সংগ্রহ।

নিরবতা ভাঙলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক সামাজিক নিরাপত্তা সুরক্ষা দফতরের ৭ সহস্রাধিক কর্মচারি বরখাস্তের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রবীন আমেরিকানদের মাসিক ভাতা পেতে নানা বিড়ম্বনায় পড়তে হবে-আশংকা ব্যক্ত করেছেন জো বাইডেন। এই ভাতার ওপরই প্রবীনদের দিনাতিপাত নির্ভর করে। সময় মতো সে অর্থ যদি একাউন্টে জমা না হয় তাহলে যে ধরনের অমানবিক দু:সহ পরিস্থিতি সৃষ্টি হবে সেদিকে ইঙ্গিত করতেই বাইডেন তার নিরবতা ভাঙলেন বলে অনেকের ধারণা।

গত ২০ জানুয়ারিতে হোয়াইট হাউজ ত্যাগের পর জো বাইডেনের বিরুদ্ধে প্রতিদিনই নানা অভিযোগ উঠিয়ে কঠোর সমালোচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টা ধনকুবের ইলোন মাস্ক। এতদিন পর বাইডেন তার নিরবতা ভেঙ্গে ট্রাম্পের প্রশাসনিক অব্যবস্থাপনা এবং নানা পদক্ষেপের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটিকেই শুধু প্রশ্নবিদ্ধ করার মত পরিস্থিতি তৈরী করা হয়নি, প্রশাসনিক কাঠামোকেও নড়বরে করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করলেন ১৫ এপ্রিল শিকাগোতে এক সমাবেশে। ‘শতদিনেরও কম সময়ে এই প্রশাসন ভয়ংকর ক্ষতির সম্মুখীন করেছে রাষ্ট্রীয় কাঠামোকে। এমন অবস্থায় নিয়ে গেছেন যে কোন সময় সবকিছু ভেঙ্গে পড়তে পারে। অচল হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে’-মন্তব্য বাইডেনের। ট্রাম্পের নামোল্লেখ না করেই বাইডেন আরো বলেছেন, আমেরিকানরা সত্যিকার অর্থেই বিচলিতবোধ করছেন, আশংকায় নিপতিত হয়েছেন সোস্যাল সিকিউরিটি বেনিফিট সময় মত পাওয়া নিয়ে। যদিও এমন আশংকা তৈরী হয়ে থাকে যুদ্ধকালিন সময়ে। এখোন কী আমরা যুদ্ধে লিপ্ত? এখোন কি আমরা মহামন্দায় পতিত? আমরা কি আরেকটি মহামারিতে আক্রান্ত? যুক্তরাষ্টে্রুর ইতিহাসে এমন পরিস্থিতির অবতারণা আর কখনোই হয়নি। কোটি মানুষ আজ সংকটে নিপতিত এই প্রশাসনের উদ্ভট আচরণে।

ফেডারেল প্রশাসনে ব্যয়-সংকোচন নীতি অবলম্বনের নামে ইলোন মাস্ক সবগুলো দফতরের বিপুল সংখ্যক কর্মচারিকে বরখাস্তের নির্দেশ জারি করেছেন। এমন অবিশ্বাস্য আচরণের পরিধি বাড়ছে প্রতিদিনই। ফলে গোটা সমাজে অস্থিরতা-জীবিকা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।

Facebook Comments Box

Posted ৮:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us