পশ্চিম তীরের বিষয়ে ডুজারিক বলেন, উত্তরে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং বাড়ি ফিরতে পারছে না।
অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৫২ পূর্বাহ্ণ
গাজা উপত্যকায় ২০ লাখেরও বেশি মানুষ আটকা পড়ে আছেন। জাতিসংঘের এক মুখপাত্র এই কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, গাজায় ২০ লাখেরও বেশি মানুষ আটকা পড়েছে। চলমান যুদ্ধবিগ্রহ এবং সাহায্য সরবরাহ হ্রাসের ফলে মানসিক চাপের মাত্রা বেড়েছে সেখানে।
বিশেষ করে শিশুদের মানসিক চাপ দিন দিন বাড়ছে।
মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) এর উদ্ধৃতি দিয়ে ডুজারিক বলেন, ২ মার্চ ইসরায়েল ছিটমহলে মানবিক সাহায্যসহ পণ্যবাহী ট্রাক প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই উপত্যকাটিতে মানবিক সরবরাহ প্রায় হ্রাস পাচ্ছে।
তিনি আরও বলেন, প্রায় ৯০ শতাংশ পানি সরবরাহ ব্যবস্থা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম তীরের বিষয়ে ডুজারিক বলেন, উত্তরে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং বাড়ি ফিরতে পারছে না।
আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গাজা যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও।
সূত্র: ইয়েনি সাফাক
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24