ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৩৯ পূর্বাহ্ণ

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) প্রতিনিধিদলের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ইউনূস জানান, নির্বাচন হবে “অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক”, যা সকল পক্ষের আস্থা অর্জন করবে।

সাক্ষাৎকালে এএনএফআরইএলের নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

আলোচনায় প্রতিনিধিদল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরেন। তারা জানান, দেশে নাগরিকচালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি রয়েছে তাদের। স্টেকহোল্ডার ম্যাপিং এবং প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের মাধ্যমে সুশীল সমাজের সম্পৃক্ততা এবং নির্বাচনের স্বচ্ছতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রতিনিধিদল ইউনূসের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি, বাংলাদেশের নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, এএনএফআরইএল (ANFREL) হচ্ছে এশিয়াভিত্তিক একটি নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, যারা গত দুই দশক ধরে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে।

Facebook Comments Box

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us