নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধন, গভর্ণর না এলেও বাংলাদেশের ব্যাংকাররা ছিলেন

আনিসুর রহমান   প্রিন্ট
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ

নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধন, গভর্ণর না এলেও বাংলাদেশের ব্যাংকাররা ছিলেন

ফিতা কেটে রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। পাশে ফেয়ারের আয়োজক এবং ঢাকা থেকে আসা বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪।

আত্মীয়-স্বজনের কাছে টাকা পাঠানোর পাশাপাশি শিল্প-কারখানা স্থাপনের জন্যেও যাতে আমেরিকার প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হোন সে অভিপ্রায়ে নিউইয়র্কে ৩দিনবাপী ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’র উদ্বোধন হলো ১৮ এপ্রিল সন্ধ্যায় বর্ণাঢ্য এক সমাবেশে। ‘লিগ্যাল রেমিট্যান্স-বেটার বাংলাদেশ’ স্লোগানে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে ফিতা কেটে এই ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় তিনি বলেন, রেমিট্যান্সকারিরা যাতে বাংলাদেশের এয়ারপোর্টসমূহে বিশেষ মর্যাদায় অবতরণ এবং বাংলাদেশে অবস্থানকালিন সময়ে কোন ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন না হোন-সে ধরনের পদক্ষেপ অবলম্বনের সুপারিশ রয়েছে এবং আমরা আশা করছি বিনিয়োগে আগ্রহী প্রবাসীরাও খুব সহজেই কাঙ্খিত সেক্টরে বিনিয়োগের সকল সহযোগিতা পেয়ে যাবেন।

রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। ছবি-এনওয়াইভয়েস২৪।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এ ফেয়ারের অন্যতম হোস্ট ‘বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির কোর্টল্যান্ড ক্যাম্পাসের অর্থনীতির অধ্যাপক ও লেখক ড. বিরূপাক্ষ পাল। এ সময় সময়ের প্রয়োজনে বৈধপথে রেমিট্যান্সে প্রবাসীদের আগ্রহী করতে এ ধরনের ফেয়ারের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করে বক্তব্্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এ´িম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম। তারা সকলেই আশা প্রকাশ করেন যে, রেমিট্যান্সের প্রবাহ গত ৮ মাসে যেভাবে বেড়েছে তা অব্যাহত থাকলে বছর শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ সময় ব্যাংকাররা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরতরা সকলেই বিত্তশালী, তাই তারা বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ তৈরী হয়েছে সে সুযোগ গ্রহণ করে ছোট-বড়-মাঝারি শিল্প-কারখানা গড়তে পারেন। ব্যাংকসমূহ এবং সরকারের তরফ থেকেও এমন অঙ্গিকার রয়েছে।

ফেয়ারের উদ্বোধনী পর্বে কম্যুনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারিরা ছাড়াও ছিলেন মার্কিন মুল্লুকে নিজ নিজ মেধাগুণে সুপ্রতিষ্ঠালাভকারীরাও।

এ সময় ড. বীরূপাক্ষ পাল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি কল্পে এই ফেয়ারে সংশ্লিষ্ট সকল সেক্টরের অভিজ্ঞজনেরা কথা বলবেন। বিরাজিত সমস্যা কাটিয়ে উঠার পথ বাতলে দেবেন। বৈধপথে রেমিট্যান্সের প্রয়োজনীয়তা এবং বিদ্যমান ইনসেনটিভের পরিমাণ বাড়ানোর সুপারিশও করা হবে সরকার সমীপে। দেশ ও প্রবাসের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তারা সরাসরি প্রবাসীদের কথা শোনবেন এবং রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির স্বার্থে বিরাজিত সমস্যা স্বল্প সময়ে দূর করার ব্যবস্থা নেবেন। এছাড়া, প্রেরিত অর্থ দ্রুততম সময়ে অত্যন্ত নিরাপদে গন্তব্যে পৌছানোর ক্ষেত্রে আরো কী করা উচিত সে ধরনের আলোচনাও করা হবে।

রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধনী পর্বে সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণাতিথি । ছবি-এনওয়াইভয়েস২৪।

এ ফেয়ারের প্রস্তাবাবলির সারাংশ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পেশ করা হবে বলেও জানান আয়োজকরা। উদ্বোধনী পর্বে বাংলাদেশ থেকে আসা ব্যাংকারের সকলেই উপস্থিত ছিলেন। টেক্সাস, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সিসহ বিভিন্ন স্টেটের ব্যবসায়ী, শিল্পপতিরাও এসেছেন। এসময় বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়া হয় নিউজার্সির শিল্পপতি গোলাম ফারুক ভ’ইয়া, জ্যাকসন হাইটসের ‘ইত্যাদি রেস্টুরেন্ট ও সুপার মার্কেট’র মালিক মো. ইলিয়াসসহ বেশ কজনকে। ইটালি থেকেও এসেছেন একজন প্রবাসী ব্যবসায়ী। আনুষ্ঠানিক ডিনারের প্রাক্কালে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথি, শাহ মাহবুব এবং শাহীন হোসেন।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us