গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের বিক্ষোভ

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রতিবাদ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার সন্ধ্যায় লন্ডনের নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে এ বিক্ষোভের আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল জুয়িশ অ্যান্টি-জায়োনিজম নেটওয়ার্ক’ (আইজেএএন)।

সম্প্রতি গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে চালানো বোমা হামলার প্রেক্ষাপটে এ বিক্ষোভ আয়োজিত হয়।

কর্মসূচিতে বিক্ষোভকারীরা যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে গ্রেপ্তার এবং গাজায় দায়ীদের আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা বলেন, “গাজার স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে—ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৩৬টি হাসপাতাল সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাস্তুচ্যুতি, অনাহার ও গণহত্যা একটি পদ্ধতিগত অভিযান।”

বিক্ষোভকারীরা ‘হোটোভেলিকে বহিষ্কার করুন’, ‘গণহত্যায় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অবসান চাই’—এই স্লোগান দেন। তারা ব্রিটেনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ওপর চলমান রাজনৈতিক ও পুলিশি দমন-পীড়নের নিন্দা জানান।

বিক্ষোভে ব্যানার, পতাকা, প্ল্যাকার্ড, ড্রাম এবং খোলা মাইকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ‘বাঙালিস ফর প্যালেস্টাইন’-এর পক্ষে আনসার আহমেদ উল্লাহ ও শহীদ আলী।

সংগঠনের চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ ছাড়াও কমিউনিটি কর্মী রাজনুদ্দিন জালাল, শফিক আহমেদ, রইস আলী, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ ফকর কামাল, জাভেদ আহমেদ ও জামাল আহমেদ খান বিক্ষোভে অংশ নেন।

আইজেএএন-এর এক প্রতিনিধি বলেন, “আমরা ইহুদিবাদী গোষ্ঠীগুলোর হুমকি ও আক্রমণ নথিভুক্ত করে চলছি এবং পুলিশ প্রশাসনের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি অব্যাহত রাখব।”

বিশ্বজুড়ে গাজা যুদ্ধবিরোধী আন্দোলন জোরালো হচ্ছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ও ইউরোপজুড়ে চলমান এসব বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততারও সমালোচনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us