
আনিসুর রহমান
প্রিন্ট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২১ পূর্বাহ্ণ
নিউইয়র্কে মঙ্গল শোভাযাত্রায় প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
‘অশুভের দুয়ারে শুনি-জনতার রণধ্বন’ স্লোগানে বাংলাদেশের জাতীয় পতাকাসহ বাঙালি সংস্কৃতির জয়গানের নানা মুখোশ-প্লেকার্ড হাতে হাজারো প্রবাসী শনিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘মঙ্গল শোভাযাত্রা’ করেছেন। আমেরিকায় বাঙালি তথা দক্ষিণ এশিয়ানদের রাজধানী হিসেবে পরিচিত ‘জ্যাকসন হাইটস’র ‘বাংলাদেশ স্ট্রিট’র পাদদেশ দিয়ে বাঙালি পোশাকের শিশু-কিশোর-নরনারীর শোভাযাত্রা অতিক্রমের সময় ভিন্ন এক আমেজে আবিষ্ট হয় গোটা পরিবেশ।
নিউইয়র্কে মঙ্গল শোভাযাত্রায় প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
সে সময় বাংলাদেশের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকাও পতপত করে উড়তে থাকে। এ কারণে ঘন্টাখানেকের জন্যে বহুজাতিক এ সমাজ থমকে দাঁড়িয়েছিল।
নিউইয়র্কে মঙ্গল শোভাযাত্রায় প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
উল্লেখ্য, ৩০টিরও অধিক সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ’র প্রধান উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আলী, পরিষদের সদস্য-সচিব মুজাহিদ আনসারী নিজ নিজ বক্তব্যে প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির ফল্গুধারা প্রবাহিত রাখতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।
নিউইয়র্কে মঙ্গল শোভাযাত্রায় প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
শোভাযাত্রার প্রারম্ভে ডাইভার্সিটি প্লাজায় উদিচি, প্রতীক, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, রবীন্দ্র একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বৈশাখ-বরণের সঙ্গীত পরিবেশন করা হয়। অর্থাৎ গানে গানে আপ্লুত হয়ে বাংলা নতুন বছরকে বরণের কর্মসূচি থেকে প্রিয় মাতৃভ’মির কল্যাণে সকলেই ঐক্যবদ্ধ থাকার সংকল্পও ব্যক্ত করেন।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24