শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২১ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৩৮ পূর্বাহ্ণ

শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক

ফাইল ছবি

জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে এনআইডি লক করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল কী না, তা এখনো স্পষ্ট নয়।

যাদের এনআইডি লক করা হয়েছে, তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক রয়েছেন।

এনআইডি লক করার কারণ, প্রক্রিয়া এবং এর সম্ভাব্য রাজনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে এখনো নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us