জর্জিয়া স্টেট সিনেটে কেয়ারটেকার সরকারের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

জর্জিয়া স্টেট সিনেটে কেয়ারটেকার সরকারের প্রশংসা

সিনেটে পাশ হওয়া রেজ্যুলেশনের কপি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে পাশ হওয়া এক রেজ্যুলেশনে তত্ত্বাবধায়ক(অন্তর্বর্তী উল্লেখ করা হয়নি) সরকারের অব্যাহত সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গিকারের প্রশংসা করা হয়েছে। সিনেটে বাংলাদেশী আমেরিকান দুই ডেমক্র্যাট সদস্য সিনেটর শেখ রহমান এবং নাবিলা ইসলামসহ ৫ সিনেটর উত্থাপিত ৫৫১ নম্বরের রেজ্যুলেশনটি (Recognizing and commending the Country of Bangladesh, and for other purposes ) নিরঙ্কুশ ভোটে পাশ হয়েছে ৪ এপ্রিল। ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে অর্থাৎ বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের ক’টনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকীর দিনে রেজ্যুলেশনটি পাশ হয়। এটি উত্থাপনকারি অপর ৩ সিনেটর হলেন এড হারবিসন, র‌্যান্ডাল ম্যাঙহাম এবং ডঞ্জেলা জেমস। সিনেটর শেখ রহমান ২১ এপ্রিল অপরাহ্নে রেজ্যুলেশনের কপি এ সংবাদদাতাকে প্রদান করেছেন। এই রেজ্যুলেশনে বাংলাদেশের মানুষের সাথে আমেরিকানদের নিবিড় সম্পর্ক এবং দু’দেশের সামগ্রিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাসের প্রতি ইঙ্গিত করে আরো বলা হয়েছে যে, বাণিজ্য, অর্থনীতি, উন্নয়ন, নিরাপত্তা, সুশাসন এবং বৈশ্বিক ইস্যুতে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। সহযোগিতার এই দীগন্ত অটুট রেখে উভয় দেশ সামনের দিনগুলোতে কাজ করতে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।

গত জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে সরকারী চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের শ্রমিক শ্রেণীকেও সম্পৃক্ত করা হয় এবং বাংলাদেশে অধিকতর গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দাবি জানানো হয়। রেজ্যুলেশনে আরো উল্লেখ করা হয়েছে, আমরা নয়া তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) সরকারের অব্যাহত সাফল্য কামনা করছি এবং বাংলাদেশ সরকারে ন্যায়-নিষ্ঠতার যে অঙ্গিকার রয়েছে তারও প্রশংসা করা হচ্ছে। তাই এখোন জর্জিয়া সিনেট সিদ্ধান্ত নিচ্ছে যে, এই সংস্থার সকল সদস্য বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে এবং আশা করছে অব্যাহত সাফল্যের।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us