গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৭ পূর্বাহ্ণ

গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি আটক

ছবি সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে অনুপ্রবেশ এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ।

রাজ্যের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) যৌথভাবে এই অভিযান চালায়। সুরাট ও আহমেদাবাদসহ বিভিন্ন এলাকায় রাতভর চলে এই তল্লাশি অভিযান।

সুরাট শহর থেকে আটক করা হয় প্রায় ১৩৪ জন বাংলাদেশিকে। ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল নথিপত্র ব্যবহার করে বাস করছিল। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

অন্যদিকে, আহমেদাবাদ শহরের চান্দোলা এলাকায় অভিযান চালিয়ে ৮৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল জানান, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এই অভিযান রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত দু’টি আলাদা মামলায় ১২৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে ৭৭ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে, প্রতিটি রাজ্যকে বলা হয়েছে যাতে কোনো অবৈধ বিদেশি নাগরিক ভারতে না থাকে, তা নিশ্চিত করতে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us