নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপ: ট্রাম্প প্রশাসনকে ভীতি এবং বিশৃঙ্খলাপূর্ণ বলে অধিকাংশের অভিমত

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৮ পূর্বাহ্ণ

নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ জরিপ: ট্রাম্প প্রশাসনকে ভীতি এবং বিশৃঙ্খলাপূর্ণ বলে অধিকাংশের অভিমত

নিউইয়র্ক টাইমসের জরিপে অংশগ্রহণকারিদের অভিমত।

বিশ্বখ্যাত নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজ পরিচালিত সর্বশেষ এক জরিপে অংশগ্রহণকারি মার্কিন ভোটারের ৬৬% বলেছেন যে, গত ২০ জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার নির্বাহী আদেশ জারির ঘটনায় হ-য-ব-র-ল পরিস্থিতি তথা চরম বিশৃঙ্খলায় নিপতিত হয়েছে আমেরিকার প্রশাসন ও জনজীবন। এপ্রিলের ২১ থেকে ২৪ এপ্রিল-এই ৪দিন তালিকাভ’ক্ত ৯১৩ ভোটারের (দল-মত নির্বিশেষে) মধ্যে পরিচালিত জরিপে অংশ গ্রহণকারির ৫৯% মনে করছেন যে তারা ভীতিকর অবস্থায় দিনাতিপাত করছেন। ৪২% এর অভিমত-এটাই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কৃতিত্ব। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিন ছুঁই ছুঁই করার মধ্যেই পরিচালিত এই জরিপে আরো উদঘাটিত হয়েছে : প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমের প্রতি সমর্থন দিয়েছেন ৪২%, অপরদিকে ব্যর্থ বলে অভিহিত করেছেন ৫৪%। ইমিগ্রেশন ইস্যুতে গৃহিত পদক্ষেপের প্রতি ৪৭% এর সমর্থন মিলেছে, ৫১% বিরক্তি প্রকাশ করেছেন। ফেডারেল সরকার ব্যবস্থাপনায় ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন দিয়েছেন ৪৪%, পছন্দ করেননি ৫২%। সামগ্রিক অর্থনীতি ব্যবস্থাপনায় সফল বলে মনে করেছেন ৪৩% এবং ব্যর্থতার কথা বলেছেন ৫৫%। পররাষ্ট্র নীতির মাধ্যমে বন্ধুদের সাথে সংঘাতময় পরিস্থিতি তৈরী করা হয়েছে বলে ৫৪% উল্লেখ করলেও ৪০% মনে করছেন সঠিক কাজটিই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কথাবার্তাকে সমর্থন দিয়েছেন ৩৫% ভোটার, ৫৬% অসন্তোষ প্রকাশ করেছেন। কিলমার আব্রেগো গার্সিয়াকে বহিষ্কারের প্রক্রিয়াকে যথাযথ হয়েছে বলে ৩১% ভোটার মন্তব্য করলেও ৫১% বলেছেন যে, তা সঠিক হয়নি।

জরিপে অংশগ্রহণকারিা মনে করছেন যে, বিরাজিত সমস্যা অনুধাবনে ট্রাম্প এবং তার প্রশাসন সক্ষম হচ্ছে না বলেই এহেন অব্যবস্থাপনার পদক্ষেপ একের পর এক গৃহিত হচ্ছে। প্রথম মেয়াদের প্রথম ১০০ দিনের চেয়েও কম জনপ্রিয়তায় প্রশাসন চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামগ্রিক প্রশাসনিক পদক্ষেপের প্রতি এত কমসংখ্যক ভোটারের নিরঙ্কুশ সমর্থনের (৪২%) ঘটনা আর কখনো ঘটেনি বলে জরিপ পরিচালনাকারিরা মন্তব্য করেছেন। স্বতন্ত্র ভোটারের ৬৩% এবং ডেমক্র্যাট ও রিপাবলিকান হিসেবে তালিকাভুক্ত ভোটারের ৫৫% অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্পের শুল্ক নীতির প্রতি। এহেন পদক্ষেপের মাধ্যমে আমেরিকাকে মিত্রহীন করার পর্যায়ে নেয়া হচ্ছে বলে অভিমত পোষণ করেছেন অধিকাংশই। শুধু তাই নয়, শুল্কনীতির মধ্যদিয়ে আমেরিকার অর্থনীতি স্ফিত হবে বলে ট্রাম্প প্রশাসন দাবি করলেও ইতিমধ্যেই জনজীবনে তার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে।

অপরদিকে, এপ্রিলের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত ৫দিনে ২৪৬৪ প্রাপ্ত বয়স্ক আমেরিকানের মধ্যে ‘ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ-ইপসোস’ পরিচালিত জরিপে দেখা গেছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-ইস্যুতে সমর্থন নেই ৫৩% এর। ফেব্রুয়ারি মাসে একই ইস্যুতে পরিচালিত জরিপে ৪৮% একই ধারণা পোষণ করেছিলেন অর্থাৎ দিন যত বাড়ছে ট্রাম্পের জনপ্রিয়তায় ততবেশী ধ্বস নামছে। সর্বশেষ জরিপে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছেন ৪৬%।

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us