৪ মে রোববার নিউইয়র্কে মুক্তিযোদ্ধা-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৬ পূর্বাহ্ণ

৪ মে রোববার নিউইয়র্কে মুক্তিযোদ্ধা-সমাবেশ

বীর মুক্তিযোদ্ধা সমাবেশের পোস্টার।

বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে নিউইয়র্কে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে ৪ মে রোববার। যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সমাবেশ হবে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে বিকেল ৫টা থেকে। নিউইয়র্ক অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। উল্লেখ্য, এ সমাবেশ কেবলমাত্র আমন্ত্রিত অতিথিগণের জন্যে উম্মুক্ত থাকবে। হোস্ট সংগঠনের দুই সভাপতি ড. নুরুন্নবী এবং আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ ও কামাল হোসেন মিঠু নিজ নিজ সংগঠনের নীতি-নির্দ্ধারকগণকেও এই সমাবেশ সফলের জন্যে সরব থাকার উদাত্ত আহবান জানিয়েছেন।

‘মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধবাদিদের রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এই বীর মুক্তিযোদ্ধা সমাবেশের সর্বশেষ প্রস্তুতি আলোকে ১ মে বৃহস্প্রতিবার সন্ধ্যায় হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘মেজ্জান রেস্টুরেন্ট’র পার্টি হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভা আহবান করা হয়েছে। এতে কার্যকরী কমিটির সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us