বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে ভারত। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধের আহ্বান জানালেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

রবিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিশিকান্ত দুবে বলেন, ‘১৯৯৬ সালে কংগ্রেস সরকারের সময় গঙ্গা পানি বণ্টন চুক্তি একটি ভুল সিদ্ধান্ত ছিল। এখন সময় এসেছে সেই ভুল শুধরানোর।” তিনি আরও প্রশ্ন তোলেন, “সন্ত্রাসবাদের সাথে জড়িত দেশগুলোর সাথে আমরা আর কতদিন পানি ভাগাভাগি করব? এখন তাদের পিষে ফেলার সময় এসেছে।’

তিনি বাংলাদেশের সঙ্গে পানিপ্রবাহ বন্ধের বিষয়ে সরাসরি আহ্বান জানিয়ে বলেন, ভারতকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন পদক্ষেপ নিতেই হবে।

তার এই মন্তব্য ইতোমধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বক্তব্যে আঞ্চলিক সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us