
শহীদুল্লাহ কাইসার
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:২৩ পূর্বাহ্ণ
দশম বর্ষপূর্তি উৎসবে ইডিপির প্রতিষ্ঠাতা আম্বিয়া বেগমকে বিশেষ সম্মাননা-স্মারক প্রদান করেন স্টেট সিনেটা জন ল্যু এবং সিটি মেয়রের পক্ষে শোকরানী ধনপত। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্ক অঞ্চলে কর্মরত ‘উন্নয়ন প্রকল্প ক্ষমতায়ন’ তথা ইডিপির (Empowering Development Project, Inc. (EDP) দশকপূর্তি উপলক্ষে ২৬ এপ্রিল এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্ক সিটির কুইন্সে জয়া পার্টি হলের এ অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট সিনেট, স্টেট অ্যাসেম্বলী এবং সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিরাও এসেছিলেন শুভেচ্ছা জানাতে। আর এভাবেই নিউইয়র্ক কমিউনিটির জন্যে এটি এক স্মরণীয় দিন হিসেবে পরিগণিত হয়। এ সময় স্টেট সিনেটর জন ল্যু, নিউইয়র্ক সিটি মেয়রের কম্যুনিটি সম্পর্কিত অফিসার শোকরানী ধনপত প্রমুখ ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগমের ভূয়সী প্রশংসা করেছেন। কম্যুনিটির কঠোর পরিশ্রমী মানুষদের জীবন-মানের উন্নয়নে আম্বিয়া বেগমের নিরন্তরভাবে কাজ করার সাহস এবং ধৈর্যকে অভিনন্দিত করে সকলে সামনের দিনগুলোতেও আন্তরিক সহায়তার অঙ্গিকার করেছেন। এ সময় ইডিপির কর্মকান্ডের প্রশংসাসূচক বিশেষ সম্মাননা-স্মারক (প্রক্লেমেশন) হস্তান্তর করা হয় আম্বিয়া বেগমকে স্টেট অ্যাসেম্বলী ও সিটি মেয়রের পক্ষ থেকে। এছাড়া ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফের ইস্যুকৃত সনদপত্র প্রদান করা হয়। এই সম্মাননা ইডিপি শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন আম্বিয়া বেগম।
দশম বর্ষপূর্তি উৎসবে ইডিপির প্রতিষ্ঠাতা আম্বিয়া বেগমের সাথে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
ইডিপির প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ জুবায়েরের সার্বিক তত্বাবধানে কমু্যূনিটির জনপ্রিয় উপস্থাপক শারমিন সোনিয়ার সাবলিল উপস্থাপনায় সহযোগিতা করেন ইডিপির পরিচালক আশিকুর রহমান আশিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দি। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দ্রা রায় অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন এবং সকলের হৃদয় ছুঁয়ে যান।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24