মিয়ানমারে জান্তার ২৪৩ হামলা, নিহত দুই শতাধিক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০২ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:২৫ পূর্বাহ্ণ

মিয়ানমারে জান্তার ২৪৩ হামলা, নিহত দুই শতাধিক

জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অব্যাহত প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে। যদিও দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩ হাজার ৮০০ জন নিহত হওয়ার পর যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জান্তা সরকার।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের পর নামমাত্র যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে। মিয়ানমারব্যাপী প্রকৃত ও স্থায়ী যুদ্ধবিরতি ও বেসামরিক শাসনে ফিরে আসার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেয় জাতিসংঘ।

২০২১ সাল মিন অং হ্লাইং-এর সেনাবাহিনী অং সান সু চির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। তখন থেকেই মিয়ানমার বহুমুখী সংঘাতে জড়িয়ে পড়েছে।

৭.৭ মাত্রার ভূমিকম্পের পর জান্তা বিরোধীদের সাথে যোগ দিয়ে ত্রাণ সরবরাহের জন্য ২ এপ্রিল সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে তুর্ক বলেছেন, ভূমিকম্পের পর থেকে এবং ২৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী কমপক্ষে ২৪৩টি আক্রমণ চালিয়েছে। যার মধ্যে ১৭১টি বিমান হামলা। এতে ২০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বেশিরভাগ হামলাই ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর।

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us