নিউইয়র্কে বর্ষবরণের বর্ণাঢ্য উৎসবে সিনেটর সেপুলভেদা

‘বাংলা নববর্ষ আন্তর্জাতিক পরিমন্ডলের অন্যতম উৎসব’

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৩ পূর্বাহ্ণ

‘বাংলা নববর্ষ আন্তর্জাতিক পরিমন্ডলের অন্যতম উৎসব’

নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট ভবনে বাংলা নতুন বছর বরণের বর্ণাঢ্য উৎসবে প্রবাসীদের সাথে সিনেটররা। ছবি-এনওয়াইভয়েস২৪।

নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীর পার্লামেন্ট ভবনে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হলো ‘বাংলাদেশ ডে’ তথা বাংলা নববর্ষ বরণ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে ২৮ এপ্রিল বাংলাদেশীদের মিলন মেলায় বসেছিল। এ উপলক্ষে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল শুভেচ্ছা জানান। এছাড়াও স্টেট সিনেটরের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বাংলা গানের সাথে তাদের অনেকেই নেচেছেন। উল্লেখ্য, চলতি বছরের ১৪ এপ্রিল নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা বছরের প্রথম দিনটিকে ‘বাংলা নববর্ষ ডে’ হিসাবে স্বীকৃতি দেয়া হয়। সেই সাথে এই দিনটি আনুষ্ঠানিকভাবে প্রতি বছর উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসাবে এবারে তা উদযাপন করা হলো। তবে সামনের বছর থেকে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ ডে’ উদযাপন করা হবে।

এবারের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হয়। পার্লামেন্ট ভবনের ভেতরে দুই শতাধিক প্রবাসী ছিলেন অতিথি উপস্থিত। সে সময়েই নিউইয়র্ক স্টেট গভর্নর হাউজে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের স্বীকৃতিস্বরূপ ‘জে২৩৪’ নম্বর রেজুলেশনটি গ্রহণ করা হলো। এ সময় উচ্ছ্বসিত প্রবাসীগণের সঙ্গে পাঁচ জন সিনেটরের নাচ ও গানের ভঙ্গিমা সত্যিই বাঙালি সংস্কৃতির জন্য ছিল অভিনব। এর আগে বিদেশিদের মধ্যে এ ধরনের মুখরিত হয়ে ওঠার দৃশ্য দেখা যায়নি বলে আয়োজকরা জানান। আর এর মধ্যদিয়েই বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান নতুন মাত্রায় উদ্ভাসিত হয়ে উঠে।

শুরুতে সিনেটর সিনেটর সেপুলভেদা স্বাগত বক্তব্যে নিউইয়র্ক প্রবাসী বাঙালিদের অবদান তুলে ধরে বাংলা নববর্ষকে আন্তর্জাতিক পরিমন্ডলের অন্যতম উৎসব হিসেবে চিহ্নিত করেন। এ সময় সিনেটর ফার্নান্দেজ এবং অন্য সিনেটররা সেখানে ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিত সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. নজরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। সকলেই বিশ্বায়নের যুগে বাংলা সংস্কৃতির জয়গান করেন এবং সিনেটরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ববাঙালির কাছে এই উদযাপন স্মৃতিচিহ্ন হয়ে থাকবে বলে মন্তব্য করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায়। তারা আরো উল্লেখ করেন যে, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকে তুলে ধরার সুযোগ এলো এই রেজ্যুলেশনের মাধ্যমে।

এসময় বিভিন্ন সংগঠন ও কম্যুনিটির নেতৃবৃন্দ ও শিল্পীর মধ্যে আরো ছিলেন আতাউর রহমান সেলিম, আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, রোকন হাকিম, লুৎফুন্নাহার লতা, সিরাজউদ্দিন সোহাগ, শিবলী, সালাম, অনিক রাজ প্রমুখ।

বিশ্বজিৎ সাহা জানান, এবার অনষ্ঠানটি ৭ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বাজেট নিয়ে সকলে ব্যস্ত থাকায় তা পিছিয়ে ২৮ এপ্রিল করা হয়। তবে আগামীতে প্রতি বছর এই দিনটি উদযাপিত হবে ১৪ এপ্রিল।
ছবির ক্যাপশন-আলবেনি-বাংলাদেশ ডে
নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট ভবনে বাংলা নতুন বছর বরণের বর্ণাঢ্য উৎসবে প্রবাসীদের সাথে সিনেটররা। ছবি-এনওয়াইভয়েস২৪।
========

Facebook Comments Box

Posted ৯:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us