সম্প্রীতির বন্ধনে প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব

আনিসুর রহমান   প্রিন্ট
রবিবার, ০৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৪ পূর্বাহ্ণ

সম্প্রীতির বন্ধনে প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব

পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনীর মঞ্চে অতিথিসহ প্রবাসী শেরপুর জেলা সমিতির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় ৩ মে শনিবার সন্ধ্যায় প্রবাসী শেরপুর জেলা সমিতি, ইউএসএর বর্ণাঢ্য ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হলো। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে এ উপলক্ষে শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার প্রবাসীগণের মিলনমেলা বসেছিল। সকলেই পারস্পরিক সহযোগিতায় কম্যুনিটি এবং ফেলে আসা স্বদেশের কল্যাণে নিবেদিত থাকার সংকল্প ব্যক্ত করেছেন। আমেরিকান স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই এবং সেই অভিপ্রায়ে সকলকে মূলধারার রাজনীতিতে আরো জোরালো ভ’মিকায় অবতীর্ণ হবার উদাত্ত আকুতিও ধ্বনিত হয় অতিথিগণের বক্তব্যে।

পিঠা ও ঈদ উৎসবে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো ছায়েদুল হক ঝন্টুর নির্দেশনায় এ উৎসবে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জান্নাত রহমান।

পিঠা ও ঈদ উৎসবে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মো আবুল কাশেম এবং গেস্ট অব অনর ছিলেন ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন বিশেষ অতিথির বক্তব্যে সকলকে যে কোন ত্যাগের বিনিময়ে জাতীয়ভিত্তিক ঐক্যে অটুট রাখার আহবান জানিয়েছেন। এ উৎসবে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইস চৌধুরী প্রমুখ।

সমাবেশে ঈদের আমেজে পিঠাও পরিবেশিত হয়েছে উপস্থিত সকলের মধ্যে।

 

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us