
লসএঞ্জেলেস প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ
কন্স্যুলেটে স্মারকলিপি প্রদান করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
২৮ এপ্রিল লসএঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিসে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ এর অংগসংগঠনসমূহ সম্মিলিতভাবে একটি প্রতিবাদ সমাবেশের পর লসএঞ্জেলেস কনসুলেটে একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয় যে, একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে দেশ-বিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা তথাকথিত ক্যাঙ্গারু কোর্টেও মাধ্যমে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন এবং হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে।এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেয়া হচ্ছে।
এই কর্মসূচিতে ক্যালিফোর্নিয়া আওয়ামী লিগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া আব্দুর রব, ডাক্তার রবি আলম, মো.শফিকুর রহমান, ফয়জু সোবহান, জহিরউদ্দিন আহমদ পানা, মোহাম্মদ দিদার আহমেদ, জামিউল ইসলাম বেলাল, নজরুল আলম, ফিরোজ আলম, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নোমান মিয়া, নজরুল ইসলাম, শাহানা পারভীন, প্রকেীশলী শফিকুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ। তারা সবাই শান্তিপূর্ণভাবে মিছিল করে কন্স্যুলেট অফিসের সামনে জড়ো হন এবং স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রতি সমর্থন ও বাংলাদেশের বিচার ব্যবস্থা রক্ষার আহ্বান জানিয়ে স্লোগান দেন।
স্মারকলিপিটি গ্রহণ করেন বাংলাদেশ কনসুলেটের ভাইস কন্সাল। তিনি আওয়ামী লীগ প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং আশ্বস্ত করেন যে স্মারকলিপিটি কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হবে।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24