সাংবাদিক আনিসুরকে এওয়ার্ড দিলো মাণিকগঞ্জ কল্যাণ সমিতি

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩১ পূর্বাহ্ণ

সাংবাদিক আনিসুরকে এওয়ার্ড দিলো মাণিকগঞ্জ কল্যাণ সমিতি

সাংবাদিক আনিসুর রহমানকে এওয়ার্ড প্রদান করছেন এটর্নী মঈন চৌধুরী। পাশে অতিথিসহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যে বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের বিশেষ প্রতিনিধি আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করলো উত্তর আমেরিকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতি। ৪ মে সন্ধ্যায় নিউইয়র্কে সমিতির বর্ণাঢ্য এক ঈদ পুনর্মিলনী সমাবেশে বিপুল করতালির মধ্যে সমিতির নেতৃবৃন্দকে পাশে নিয়ে সাংবাদিক আনিসুর রহমানকে এই ক্রেস্ট হস্তান্তর করেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ,দুর্ঘটনাজনিত মামলায় মোটা অংকের ক্ষতিপূরণ আদায়ের ল’ফার্মের আইনজীবী এবং ইমিগ্রেশন বিষয়ে বিশ্বস্ত পরামর্শ প্রদানকারি এটর্নী মঈন চৌধুরী। এ সময় আরো ছিলেন আশা হোমকেয়ারের কর্ণধার, নিরব সমাজকর্মী আকাশ রহমান, সমিতির সভাপতি লুৎফর রহমান যুবায়ের ও সাধারন সম্পাদক সজিব চৌধুরী।

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির সমাবেশে বক্তব্য রাখছেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪।

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান দীর্ঘদিন যাবত কম্যুনিটিতে সরব রয়েছেন এবং আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সকল কর্মকান্ডের সংবাদ নিরবিচ্ছিণ্নভাবে পরিবেশন করছেন। এমন সম্মানপ্রাপ্তির অনুভ’তি ব্যক্তকালে আনিসুর রহমান সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহায়তা অব্যাহত থাকলে অনাগত দিনগুলোতেও পেশাগত দায়িত্ব পালনের পথ সুগম থাকবে।

এটনী মঈন চৌধুরী বলেন, নানাবিধ অ্যাকশনের পরিপ্রেক্ষিতে কম্যুনিটি আজ টালমাটাল অবস্থায় নিপতিত। তাই সকলেই যেন বাসার বাইরে বের হলেই নিজ নিজ আইডি সাথে রাখেন। এতদসত্বেও কোন ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে যেন সংশ্লিষ্টরা এটর্নীর শরনাপন্ন হোন। এটর্নী মঈন চৌধুরী মানিকগঞ্জ কল্যাণ সমিতির কার্যক্রমের প্রশংসা করেন এবং কম্যুনিটিভিত্তিক সম্প্রীতি অটুট রেখেই আমেরিকান স্বপ্ন পূরণ করা সহজ হয় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান পিন্টু, ইঞ্জিনিয়ার পারভেজ রেজা কনক, আওকাত হোসেন খান, স্থায়ী কমিটির সদস্য গাজী আলতাব হোসেন, সাজ্জাদ হোসেন সেলিম, আদিল মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন, দেওয়ান হাফিজুর রহমান, নূরজাহান বেগম ঋতু, সহ সভাপতি মাসুদ রানা পারভেজ, আবদুল রারেক, সহ সাধারন সম্পাদক সোলায়মান, কোষাধ্যক্ষ দেওয়ান আ রৌফ, সাংগঠনিক সম্পাদক সুমন লাভলু, ইউসুফ, ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন প্রমুখ ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us