
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৭ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:২৮ পূর্বাহ্ণ
বিওটি’র চেয়ারম্যান শাহনেওয়াজ। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটিতে এম আজিজের ১৬ বছরের নেতৃত্বের অবসান ঘটিয়ে সেই স্থানে অধিষ্ঠিত হলেন শাহ নেওয়াজ। এম আজিজের উত্থান ঘটেছিল ২০০৯ সালের নির্বাচনে সোসাইটির সভাপতি হিসেবে বিজয়ের মধ্যদিয়ে। অপরদিকে চলতি ২০২৫ সালে শাহ নেওয়াজের উত্থান ঘটলো সরাসরি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার মধ্যদিয়ে। এম আজিজ এবং শাহ নেওয়াজ দু’জনই কম্যুনিটিতে পরিচিত ব্যবসায়ী হিসেবে। একজন ঠিকাদার হিসেবে খ্যাতি অর্জনের পথ বেয়ে সমাজসেবক এবং অপরজন হলেন ইন্স্যুরেন্স ব্যবসায়ীর পথ বেয়ে সমাজসেবক। নারায়নগঞ্জের সন্তান এম আজিজ অত্যন্ত দাপটের সাথে ২০০৯-২০১০ এবং ২০১১-২০১২ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বোর্ড অব ট্রাস্টিতে অধিষ্ঠিত হোন ২০১৫ সালে। তবে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী কমিটির নেতৃত্ব ছিল এম আজিজের পছন্দের। অর্থাৎ নেপথ্য থেকে কলকাঠি নেড়ে সবকটি নির্বাচনে পছন্দের প্রার্থীদের বিজয়ের পথ সুগম করেন সদালাপি-মিশুক প্রকৃতির এম আজিজ। ঠিক একইভাবে সাম্প্রতিক নির্বাচনে নানা কৌশলে পছন্দের প্রার্থীগণের বিজয় ত্বরান্বিত করেছেন শাহ নেওয়াজ। তারই পুরস্কার পেলেন ৪ মে সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার মধ্যদিয়ে। ১৩ সদস্যের বোর্ড অব ট্রাস্টি নির্বাচিত হয় দু’সপ্তাহ আগে সোসাইটির ১৯ সদস্যের কার্যকরী কমিটির সভায়। এরপর এই ১৩ সদস্যের ভোটেই চেয়ারম্যান হলেন শাহ নেওয়াজ। ভোটে অংশগ্রহণকারিরা ছিলেন কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, মোঃ আতোয়ারুল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা: মোঃ এনামুল হক, জুনেদ আহমদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব এবং নাঈম টুটুল। ব্যক্তিগত সমস্যার কারণে অনুপস্থিত ছিলেন মো. আকতার হোসেন। আর কার্যকরী কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম হচ্ছেন পদাধিকার বলে বোর্ড অব ট্রাস্টির সদস্য। ফলাফল ঘোষণার পরই কার্যকরী কমিটির সদস্য-কর্মকর্তাসহ বোর্ড অব ট্রাস্টি শাহ নেয়াজকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কম্যুনিটির প্রত্যাশার পরিপূরক কর্মকান্ডে সকলকে সাথে নিয়ে কাজের আহবান জানান। উল্লেখ্য, আগামী ১ জুন থেকে এই ট্রাস্টি বোর্ড তাঁদের দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৭ সালের ৩১ মে তাঁদের দায়িত্ব কাল শেষ হবে। আরো উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি’ সময়ের পরিক্রমায় আমেরিকা ও কানাডায় সর্ববৃহৎ সংগঠনের দাবিদার হলেও নিউইয়র্কে একটি কম্যুনিটি সেন্টার এবং স্থায়ী একটি শহীদ মিনার স্থাপনে যেমন সক্ষম হয়নি, একইভাবে জাতিসংঘের শহর নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনেও সক্ষম হয়নি। বর্তমান কার্যকরী কমিটি অবশ্যই ইতিমধ্যেই নিউইয়র্ক সিটি মেয়রের সাথে এ নিয়ে দেন-দরবার শুরু করেছে বলে জানা গেছে।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাথে বিওটির চেয়ারম্যানসহ সদস্যরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
বোর্ড অব ট্রাস্টির (বিওটি)চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে কার্যকরী কমিটি ও বিওটির যৌথ সভায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যানে্যর মধ্য ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন-অর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24