নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা।
নিউইয়র্কে চারদিনব্যাপী ‘৩৪ তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’ শুরু হবে ২৩ মে। সন্ধ্যা ৬ টায় নিউইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। এবারের মেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুলসংখ্যক লেখক যোগ দেবেন বলে আয়োজকরা জানান। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র নতুন বই। মেলার বিভিন্ন পর্বে সেমিনার-সিম্পোজিয়াম ছাড়াও থাকবে আবৃত্তি ও ছড়া পাঠ এবং সাহিত্য-আড্ডা।
এই বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে মেলায় যোগ দানের আমন্ত্রণ জানিয়েছেন।
Posted ৯:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24