পুলিশ, সেনাবাহিনীতে পরিকল্পিত হিন্দু নিধন চলছে?

এ মোমেন   প্রিন্ট
শুক্রবার, ০৯ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১:২৭ অপরাহ্ণ

পুলিশ, সেনাবাহিনীতে পরিকল্পিত হিন্দু নিধন চলছে?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীতে একের পর এক ‘আত্মহত্যার’ শিকার হচ্ছেন হিন্দু সদস্যরা; তৃষ্ণা বিশ্বাস, রুম্পা দাশ, তপু দেবনাথ, অনুপম কুমার ঘোষ, কর্পোরাল দুর্জয় শীল, এএসপি পলাশ সাহা প্রায় সবাই হিন্দু। এটি নিছক কাকতাল নয়, বরং এটি সুপরিকল্পিত একটি ধর্মীয় নিধন প্রক্রিয়া।

বাহিনীর ভেতরে ধর্মীয় বৈষম্য, মানসিক চাপ, হেয় প্রতিপন্ন করা, পদোন্নতিতে বাধা এসবই এদেরকে ‘আত্মহত্যা’ করতে বাধ্য করছে, কিংবা এটি পরিকল্পিতভাবে আত্মহত্যা হিসেবে সাজানো হত্যা। তদন্ত নেই, জবাবদিহি নেই রাষ্ট্রযন্ত্র যেন নীরব দর্শক।

এই নীরব নিধনযজ্ঞ থামাতে হলে এখনই তদন্ত ও জবাবদিহির দাবিতে সোচ্চার হতে হবে । নইলে ইতিহাস একদিন এই রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড় করাবে।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

nyvoice24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us